মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক টিকে গ্রুপের চেয়ারম্যান আবু তৈয়ব আর নেই
দেশের অন্যতম শিল্প পরিবার টিকে গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবায়দার পিতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম এ তৈয়ব আর নেই (ইন্না লিল্লাহে... রাজেউন)।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এম এ তৈয়ব দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতার ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী, তিন ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তাঁর প্রথম নামাজে জানাজা শনিবার বাদ আছর ঢাকার ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। রাত ১০টায় জমিয়তুল ফালাহ মাঠে দ্বিতীয় জানাযা ও রোববার সকাল সাড়ে ৯টায় পটিয়া উপজেলার মনসায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দেশের স্বনামধন্য এই ব্যবসায়ীর মৃত্যুতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রো পলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো.আমিরুল হক, এবি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

Comments
Post a Comment