হেফাজত আমীরের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাত


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন,হেফাজতে ইসলামের আমির হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী হুজুরকে দেখতে ও দোয়া নেওয়া ও হুজুরের সাথে দেখা করতে এসেছি।তার কাছে দেশের জন্য দোয়া চেয়েছি।তিনি হুজুর দেশের জন্য দোয়া করেছে এবং সবার জন্য মন খুলে, প্রাণ খুলে দোয়া করেছেন।
তিনি বলেন,খালেদা জিয়ার বিচারের রায়কে কেন্দ্র করে হেফাজতকে কোন বার্তা দিতে আসছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রায়কে ঘিরে কিছুই হবে না।আইন অনুযায়ী তার বিচার হচ্ছে।দেশের মানুষ অনেক শান্তিকামী, দেশের মানুষ ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করেনা। কাজেই আমরা মনে করি খালেদা জিয়ার বিচারের রায়কে কেন্দ্র করে কোন কিছুই হবে না।সামনে জাতিয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতের সাথে রাজনৈতিক কোন আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক কোন আলাপ নয়, শুধু হুজুরের নিকট থেকে দোয়া নিতে এসেছি।

তিনি গত কাল শুক্রবার হেফাজতে ইসলামের আমির হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী’র সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।বিকাল সাড়ে ৪টায় তিনি হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের কার্যালয়ে সাক্ষাৎ করেন। হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ ও দীর্ঘ ১ঘন্টা মাদ্রাসায় অবস্থানের পর মন্ত্রী চট্টগ্রামে একটি অনুষ্ঠানে অংশ নিতে সড়কপথে নগরীতে রওনা দেন।
তিনি বিকেল সাড়ে ৪টায় হাটহাজারী মাদরাসায় পৌঁছেন। এসময় মাদরাসার পক্ষ থেকে মুফতি জসীমুদ্দীন ও মাওলানা আনাস মাদানী তাঁকে স্বাগত জানান। মন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে বেনায়ে ফুজলায়ে দারুল ঊলুম হাটহাজারী নামে একটি ছাত্রদের জন্য একটি আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি আবু রেজা মো. নেজাম উদ্দীন নদভী, সরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান মনি, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, র‌্যাব-৭ এর সিও কর্ণেল মিফতা ছাড়াও হেফাজত আমীর ও পুত্র হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ফটিকছড়ি উপজেলার নানুপুরস্থ জামেয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদ্রাসায় যান। সেখানে জুমআ’র নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে যোগ দেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি চলে যাওয়ার পর হেফাজতে ইসলামের আমির হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী মির মোহাম্মদ নাসির উদ্দিন।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন