সোনাদিয়া দ্বীপের দূধর্ষ জলদস্যু ফারুক অবশেষে অস্ত্র,গুলিসহ পুলিশের হাতে গ্রেফতার।

আবদুর রাজ্জাক : কক্সবাজার মহেশখালী থানা পুলিশ অভিকযান চালিয়ে সোনাদিয়া দ্বীপের দূধর্ষ জলদস্যু ও ৬ মামলার পলাতক আসামী ফারুক (২৮) কে অবশেষে ১ টি দেশীয় তৈরী দুনলা বন্দুক,১ টি দেশীয় তৈরী একনলা বন্দুক,১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক,১ টি রামদা ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের প্যারাবনে অভিযান চালিয়ে পুলিশ তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত জলদস্যু ফারুক কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়ার মোজাফ্ফর আহমদ মোজাম্মেলের ছেলে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ পিপিএম জানান,সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টাটা ৩০ মিনিটের সময় মহেশখালী থানার এস,আই রাজু আহমেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের প্যারাবনে এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ১ টি দেশীয় তৈরী দুনলা বন্দুক,১ টি দেশীয় তৈরী একনলা বন্দুক,১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক,১ টি রামদা ও ৫ রাউন্ড গুলিসহ সোনাদিয়া দ্বীপের দূধর্ষ জলদস্যু ও ৬ মামলার পলাতক আসামী ফারুক কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র,জলদস্যুতা ও দ্রুত বিচার আইনে ৬ টি মামলা রয়েছে বলে জানান ওসি প্রদীপ কুমার দাশ। তার গ্রেফতারে এলাকায় স্বস্হি ফিরে এসেছে।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন