চট্টগ্রামে লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী’র ফেলোশিপ ও সার্টিফিকেট প্রদান সম্পন্ন
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী’র ২০১৮-১৯ এর ফেলোশিপ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আগ্রাবাদের একটি হোটেলে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ার পার্সন হেড কোয়ার্টার ১ লায়ন আবু মোর্শেদ, রিজিয়ন চেয়ার পার্সন লায়ন মুসলেহ উদ্দিন অপু, রিজিয়ন চেয়ার পার্সন লায়ন অশীষ কুমার উকিল, জোন চেয়ার পার্সন লায়ন পরিমল কান্তি দাশ। সভাপতিত্ব করেন শতাব্দী ক্লাব সভাপতি লায়ন আনিসুল হক। সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারী লায়ন সাইফুল ইসলাম পাটোয়ারী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লায়ন আরমান উজ্জামান। ক্লাব ট্রেজারার লায়ন ওমর ফারুক সাগর শপথ বাক্য পাঠ করান। অতিথি গণ বক্তব্যের মাঝে লায়নিজমের গুরুত্ব তুলে ধরেন। এবং দরিদ্র জনগণের শিক্ষা ও চিকিৎসার প্রতি গুরুত্ব আরোপ করেন। সভাপতি লায়ন আনিসুল হক বলেন আমরা যাই কিছু করিনা কেন প্রথমে আমাদের ভাবতে হবে আমি একজন লায়ন সদস্য এবং আমার ভাল মন্দের পেছনে লায়নিজম এর ভূমিকা থাকবে তাই প্রতিটা পদে যেন আমরা ভাল কিছু করার মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারি সে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ আবু ছালেহ্। এতে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার নুরুজ্জামান জামান, লায়ন নুর উদ্দিন, লায়ন আরশাদুজ্জামান প্রমুখ। উক্ত সভায় বাৎসরিক পরিকল্পনা গৃহীত হয়। কর্মসূচী বাস্তবায়নের জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়।

Comments
Post a Comment