বীর মুক্তিযোদ্ধা ডা. সাইম পজির উদ্দিন চৌধুরী আর নেই।

চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধা ডা. সাইম পজির উদ্দিন চৌধুরী আর নেই।
শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় নগরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে যান।
রোববার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জন্মস্থান পটিয়া উপজেলার হুলাইন গ্রামের মুছা খাঁ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা ডা. সাইম পজির উদ্দিন চৌধুরীর ইন্তেকালে সংসদ সদস্য সামশুল হক চৌধুরীসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন