আগ্রাবাদে জাম্বুরী পার্ক উদ্বোধন


চট্টগ্রামের আগ্রাবাদে দৃষ্টিনন্দন জাম্বুরী পার্কের উদ্বোধন হলো শনিবার। বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এই পার্কের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। তবে উৎসুক জনতার অনুরোধে পার্কটি আরও আগেই খুলে দেয়া হয়েছে। পার্কের সৌন্দর্যে অভিভূত হয়ে আগতরা দীর্ঘ সময় কাটাচ্ছেন এই পার্কে। কৃত্রিম লেকের পানিতে দুরন্ত ছেলেদের ঝাঁপ দিয়ে সাঁতারকাটা মনে করিয়ে দেয় প্রবীণদের ছেলেবেলাকার স্মৃতি।
এ সময় মন্ত্রী বলেন, সরকার চট্টগ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নে এগিয়ে আসায় অবহেলিত এই মাঠ মাত্র ১৮ কোটি টাকা ব্যয়ে এখন দৃষ্টিনন্দন পার্কে পরিণত হয়েছে। দৃষ্টিনন্দন এই পার্কটির পর চট্টগ্রামে আরও একটি পার্ক নির্মাণ করা হবে। এই পার্ক সকলের জন্য উন্মুক্ত। নগরীর প্রাণকেন্দ্রে এই পার্কের অবস্থান হওয়ায় মুখরিত থাকবে প্রতিদিন। জানা গেছে, ২০১৬ সাল থেকে ১৮ কোটি টাকায় এই প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে ৮ একর জাম্বুরী মাঠের ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও প্রায় ১১৫ শতক জমির ওপর গড়ে তোলা হয়েছে প্রায় অর্ধলক্ষ বর্গফুটের কৃত্রিম লেক। মাঠের সবদিক ঘিরে দেয়া হয়েছে ৬/৭ ফুট উচ্চতার সীমানা প্রাচীর দিয়ে প্রায় ১০ হাজার ফুট দীর্ঘ পায়ে হাঁটার পথ তৈরি করা হয়েছে। প্রায় ৩শ’ নিরাপত্তাকর্মী সকাল থেকে রাত পর্যন্ত এই পার্কের দেখভাল করবেন। এই পার্কে প্রবেশে কোন ফি নেই। সকলের জন্য উন্মুক্ত এই পার্ক। রাতে যাতে অন্ধকারাছন্ন না হয় তাই পার্কের হাঁটার পথের দু’ধারে সাড়ে পাঁচশ’ এলইডি লাইটের আলোকসজ্জা করা হয়েছে।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন