নাঙ্গলকোটে আলোকিত সমাজ'র উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মোঃআব্দুর রহিম বাবলুঃ আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা কর্মসূচি মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। দিনটি উপলক্ষে আমাদের আলোকিত সমাজ'র উদ্যোগে নাঙ্গলকোট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন আহম্মেদ'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম।তিনি  বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব, সরকারে আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা খাত এগিয়ে যাচ্ছে।
বিশ্বের মানচিত্রে একটি সুশিক্ষিত এবং উন্নত জাতি হিসেবে দৃঢ় অবস্থান তৈরি  করতে হবে। দেশের প্রত্যেকটি নাগরিক এক একটি জনসম্পদ।অপার সম্ভবনার এই জন সম্পদকে সুশিক্ষা,নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। যার যার অবস্থান থেকে গরিব মেধাবী,সুবিধাবঞ্চিত পথ শিশুদের পাশে দাঁড়াতে হবে। আসুন আমরা সমাজ এবং দেশের টেকসই উন্নয়নে কাধেঁ কাধঁ মিলাই এবং আলোকিত সমাজ গড়ি।আগামীর আলোকিত বাংলাদেশর স্বপ্ন বুনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিমুল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সভাপতি ও পৌর কাউন্সিলর এমরান হোসেন বাহার, সহ- সভাপতি ও পৌর প্যানেল মেয়র ছাদেক হোসেন, সহ -সভাপতি আবু ইউসুফ,যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান,সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, জাকির হোসেন লিটন,রহিম উদ্দিন,মো: তুহিন প্রমুখ।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন