চট্টগ্রামের পটিয়ায় যুবক খুন ; আটক ২

আবু ছালেহ্ : চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে জায়গা জমি বিরোধের জের ধরে জিয়াউর রহমান (৩৫) নামে একজন খুন হয়। নিহত দক্ষিণ জিরি ৪নং ওয়ার্ড এলাকার মোঃ আবু ছৈয়দের পুত্র। গতকাল শনিবার দুপুরে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পটিয়া থানার পুলিশ। এই ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় গত ৯ তারিখ রাতে ঘর থেকে বের হয় নিহত জিয়াউর রহমান। রাত ১০টার দিকে মোবাইলে তার স্ত্রী ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১১ তারিখ পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করে। এইদিকে গত শনিবারে এক কৃষক ক্ষেতে ঘাস কাটতে গিয়ে নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের ভাই হান্নান বলেন দীর্ঘ একবছর ধরে পার্শ্ববতী রেজাউল করিম, হাবিবুর রহমান, নুর ছৈয়দ, মোঃ ছৈয়দদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৪ মাস আগে নিহত জিয়াউর রহমানকে জায়গা সংক্রান্ত বিষয়ে মারধর করে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার পর থেকে প্রতিপক্ষগণ আমার বড় ভাইকে মেরে ফেলার জন্য বিভিন্ন হুমকি দিয়ে আসছিল।
পটিয়া থানার এস.আই মোঃ খালেদ বলেন নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন