চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নতুন কার্য্যনির্বাহী কমিটি গঠিত


 আবু ছালেহ্, ২০ অক্টোবর : চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সভা আজ ২০ অক্টোবর ২০১৮, শনিবার বিকেল ৫টায় ক্লাব কার্যালয়ে (৪০ মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন- সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। সভায় উপস্থিতির সর্বসম্মতিতে ২০১৮-২০২০ খ্রিষ্টাব্দের জন্য নতুন কার্য্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠিত হয়।
সম্মানিত উপদেষ্টাবৃন্দ
-------------------
 ১। বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী ২। মহিউদ্দিন ওসমানী স্যার
পৃষ্ঠপোষকবৃন্দ
------------
১। সৈয়দ মুছা ২। আবু ইউসুফ রিপন
আজীবন সদস্যবৃন্দ
-----------------
১। অলি আজাদ, প্রধান শিক্ষক ২। মাওলানা কাজী ইউছুফ আলী চৌধুরী ৩। আলহাজ মোহাম্মদ ফিরোজ ৪। দিদারুল আলম ৫। নুরুল আলম ৬।ড. ফয়সাল কামাল ৭। হাজী জসিম উদ্দিন

নতুন কার্য্যনির্বাহী কমিটি
----------------------
১।সভাপতি- অধ্যক্ষ মুকতাদের আজাদ খান
২।সিনিয়র সহ-সভাপতি- কাজী জিয়া উদ্দিন সোহেল
৩। সহ-সভাপতি- সাইদুল হাসান মিঠু
৪। সহ-সভাপতি- স. ম. জিয়াউর রহমান
৫।সাধারন সম্পাদক- অধ্যাপক এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন
৬।যুগ্ন সাধারন সম্পাদক- লায়ন মোহাম্মদ আবু ছালেহ্
৭।অর্থ সম্পাদক- কামরুল ইসলাম বাবু
৮। সাংগঠনিক সম্পাদক- সবুজ অরণ্য
৯। প্রচার সম্পাদক- রাজীব চক্রবর্তী
১০। দপ্তর সম্পাদক- হোসেন মিন্টু
১১। সদস্য- মীর মো: আসলাম।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন