পূর্বাশার আলো'র ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আবু ছালেহ্ : আদর্শ শিশু কিশোর ভিত্তিক সংগঠন পূর্বাশার আলো হাটি হাটি পা পা করে ১৫ বৎসরে পদার্পণ করল। ২৫ অক্টোবর শিশু কিশোরদের এক জমকালো আয়োজনে মুখরিত হয় চট্টগ্রাম শিশু একাডেমি মুক্ত মঞ্চ। কেন্দ্রীয় সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাশার আলোর প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ জ ম নাচির উদ্দিন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী, সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, পূর্বাশার আলোর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক, উপদেষ্টা জহুরুল ইসলাম জহুর প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়। মুহাম্মদ সেলিম কে সভাপতি ও শাহ আলম সিকদার কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


Comments
Post a Comment