সুবিধাবঞ্চিত শিশুদের জন্য লায়ন্স ও লিও ক্লাব অব মেট্রোপলিটন এর নানা উদ্যােগ

অক্টোবর সেবা কর্মকান্ডের অংশ হিসাবে লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন নগরীর বায়েজিদস্থ হ্যাপিনেস স্কুল নামে একটি  সুবিধাবঞ্চিত বস্তির বাচ্চাদের স্কুলে  হাত ধোয়া কর্মসূচি পালিত হয়। সুবিধাবঞ্চিত ৬০জন ছাত্র ছাত্রীকে সাবান ও টুথব্রাশ উপহার সামগ্রী প্রদান করা হয় এবং স্কুলের জিনিস পত্র রাখার জন্য আসবাবপত্র সামগ্রি হিসাবে একটি ওয়ারড্রব প্রদান করা হয়।
উক্ত প্রোগ্রামে সহযোগি হিসাবে ছিল, লায়ন্স ক্লাব অব প্যানারোমা সিটি, লায়ন্স ক্লাব অব এভারগ্রিন, লিও ক্লাব অব মহানগর, লিও ক্লাব অব চিটাগং লিবার্টি, লিও ক্লাব অব চিটাগং প্লাটিনাম এবং লিও ক্লাব চিটাগং সীতাকুন্ড ।

উক্ত প্রোগ্রামে বক্তব্য রাখেন লিও জেলা ৩১৫-বি৪ এর জয়েন্ট ট্রেজারার লিও মশিউর রহমান মাহি, লিও ক্লাব অব চিটাগং লিবার্টির প্রেসিডেন্ট লিও এয়াকুব, লিও ক্লাব অব প্লাটিনামের প্রেসিডেন্ট লিও ইমরান,লিও ক্লাব অব সিতাকুন্ড এর প্রেসিডেন্ট লিও নাজিমুজ্জামান, মেট্রোপলিটন লিও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট  লিও ইসমাইল আজিজ(আলভি) এবং হ্যাপিনেস স্কুলের সভাপতি ফাতেমা তুজ জোহরা।  প্রোগ্রামে উপস্থিত ছিলেন লিও নাহিদা আক্তার,লিও শিপন হোসেন ,
লিও জমিরউদ্দীন,  লিও জাহেদ হোসেন, লিও  সহিদুল আলম
 লিও রনি,লিও হালিমা খাতুন আখি ,লিও মোঃ মুরাদ, লিও আহনাফ সহ আরোও অনেকে।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন