পটিয়ার মনসা গ্রামের সেলিমের বাড়ীর টিনের বেড়া ঘেরা ভাংচুর এর অভিযোগ নজরুল ইসলামের বিরুদ্ধে

পটিয়া প্রতিনিধি :  গত ০৩/১০/২০১৮ তারিখে পটিয়া থানায় বাদী মো : সেলিম বিবাদী নজরুল ইসলাম খোকার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। এতে বলা হয় বিবাদী গনের বসতভিটা নিয়া বিরোধ চলিয়া আসিতেছে দীর্ঘদিন যাবৎ। উভয় পক্ষের বৈঠক হয় উল্লেখিত তারিখে কিন্তু বিবাদি নজরুল ইসলাম খোকা না মেনে বাহিরে যায়। তারপর ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে এলোপাথারি টিনের ভেরা ঘেরা ভাংচুর করিয়া নিয়া যায়।২০০০০ টাকা ক্ষতি হয়। থানায় অভিযোগ করা হয় কিন্তু সেলিম অভিযোগ করার আগে গিয়ে কালার পোল ফাড়িতে নজরুল ইসলাম খোকা উল্টো অভিযোগ করে।
নজরুল ইসলাম খোকা মনসা ৮ নং ওয়ার্ডের সেক্রেটারি যার কারনে পটিয়া অভিযোগ করার পরও কালারপোল ফাড়িতে নিয়ে আসে। শনিবার বৈঠক দেয় আওয়ামী যুবলীগের পাওয়ার দেখিয়ে বৈঠক এক সপ্তাহ পিছনে নিয়ে যায়। বাদী সেলিম বলেন এদিকে মামলা সাজানোর জন্য মিছে ব্যান্ডেজ করে ফেইসবুকে দেয় আওয়ামীলীগ নেতার উপর হামলা কেন।আবার মানুষ বললে বলে আওয়ামীলীগ নেতারা ভাংচুর করছে। বাদী সেলিম প্রশাসনের কাছে ঘটনার সুষ্টু তদন্ত পূর্বক দোষীকে শাস্তি প্রদানের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন