এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন
ওসমান সরওয়ার: চট্টগ্রামের প্রাণকেন্দ্র বহদ্দারহাট সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষা স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন উক্ত প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের মেডিকেল ডাইরেক্টর মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ও ব্যাবস্থাপনা পরিচালক এইচ এম ওসমান সরওয়ার, ভাইস চেয়ারম্যান এম মনজুর আলম প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র ছাত্রীদেরকে স্বাস্থ্য বিষয়ে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্য কীভাবে সুস্থ রাখবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। স্বাস্থ্য বিষয়ক এ আয়োজনকে ছাত্র ছাত্রী ও অভিভাবকগণ খুবই যোগোপযোগী বলে আখ্যায়িত করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


Comments
Post a Comment