আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) স্মৃতি সংসদের উদ্দ্যােগে পিএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ
আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) স্মৃতি সংসদ, পশ্চিম ধলই সাইর মো: চৌধুরী বাড়ি শাখার উদ্দ্যােগে পশ্চিম ধলই সাইর মো: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার পশ্চিম ধলই সাইর মো: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সিনিয়র সদস্য মো: শহীদুল্লাহ্ সজীবের সঞ্চালনায় অনুষ্টানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিনা রানী দেবী। অনুষ্টানে অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা আবু মোহাম্মদ নোমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা আকতার, হাজেরা বেগম, দেবীকা মহাজন, নাহিদা সুলতানা, মিতা বড়ুয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সাকিল, মোহাম্মদ নোমান, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ ইমন প্রমুখ।
অনুষ্টানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমরা আগামী দিনের সমাজ ও দেশের কর্ণধার। এই স্কুলের সুনাম, নিজের ভবিষ্যৎ গড়া এবং রক্ষা করা তোমাদের হাতে। বিগত সময় অত্র স্কুলের সুনাম রয়েছে। তাই তোমাদেরকে সেই সম্মান ধরে রাখতে হবে ভাল ফলাফল করে। তাহলে সবার জন্য মঙ্গল হবে। আমরা তোমাদের সুন্দর উজ্জল ভবিষ্যৎ কামনা করি।


Comments
Post a Comment