বার্ষিক পরীক্ষার পূর্বে কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন পীরের দরবারে ও মঠ মন্দিরে দোয়ার জন্য টানাহ্যাঁচড়া না করার জন্য অনুরোধ রইল - এম এ রহিম
বার্ষিক পরীক্ষার পূর্বে কোমলমতি ছাত্র-ছাত্রীদের শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে ছাত্র-ছাত্রীদেরকে শারীরিক-মানসিকভাবে পেসার ক্রিয়েট না করার অনুরোধ জানাচ্ছি ইদানিং লক্ষ্য করছি বেশ কিছু অভিভাবক কোমলমতি ছাত্র-ছাত্রীদের কে বার্ষিক পরীক্ষার পূর্বে বিভিন্ন পীরের দরবারে ও বিভিন্ন মন্দিরে এমনকি ৭০/৮০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিয়ে দোয়া নেয়ার উদ্দেশ্যে কোমলমতি ছাত্র-ছাত্রীদের কে অভিভাবকগণ টানা হেচরা করছেন, অভিভাবকদের প্রতি অনুরোধ রইল আগে আপনার সন্তানকে ভালোভাবে পড়ালেখা শেষ করে বার্ষিক পরীক্ষা দিতে দিন, এরপরে যে একাডেমিক বন্ধ হবে সে বন্ধের সময় আপনাদের সন্তানকে আপনাদের ইচ্ছা মত পীরের দরবার ও মঠ-মন্দির বিনোদনমূলক জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল, পটিয়ায় চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পি এস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম আজ সকাল ৯টায় বিদ্যালয় এর পিএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত বক্তব্য প্রদান করেন,চাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি আব্দুস শুক্কুর ওয়াহিদির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান গান শিক্ষক বাবু জয় চাটার্জী পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলাম বেলাল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমলা রানী,উর্মি চৌধুরী, সমর কান্তি দাশ, ফারজানা জাফর, বিউটি রানী চৌধুরী, টুম্পা বড়ুয়া, মুগ্ধা দাস, তুলি চৌধুরী,তাসফিয়া নাফসিন তিথি, মাওয়া বিন্তে নাজিম, প্রিয়ন্তি ভট্টাচার্যী, সৌমেন চৌধুরি, ইসরাত জাহান প্রমূখ।


Comments
Post a Comment