'আমরা পহরচাঁদার সন্তান' সংগঠন-এর সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
চট্টগ্রামে বসবাসরত চকরিয়া পহরচাঁদার সন্তানদের সমন্বয়ে গঠিত সংগঠন 'আমরা পহরচাঁদার সন্তান ' সংগঠনের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা সংগঠনের অস্থায়ী কার্যালয় এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা বাংলাদেশ ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ জনাব আব্দুল হান্নান চৌধুরী, সংগঠনের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সাংবাদিক এইচ এম ওসমান সরওয়ার, সংগঠনের অন্যতম নির্বাহী সদস্য ও শিক্ষক ওসমান গনি, শাহজাহান, নেজাম,হেলাল,রাসেল, সবুজ, গাজী, ইকলুর,বখতিয়ার, বাদল প্রমূখ। বক্তারা সবাই চট্টগ্রামে বসবাসরত চকরিয়া পহরচাঁদার সবাইকে একসাথে মিলেমিশে থাকার ও যেকোন বিপদ -আপদে একজন অন্য জনের পাশের থাকার এবং এলাকার যেকোন উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।


Comments
Post a Comment