প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীকে হত্যার হুমকি দাতাকে গ্রেফতারের দাবি নগর ছাত্রলীগের
চৌধুরী হাসান মাহমুদ হাসনী কে হত্যার হুমকি দাতা ইমন ইসমাঈল কে গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। গতকাল ফেসবুক সহ সর্বত্র হাসান মাহমুদ হাসনীর নামে রটানো ভোট দখলের একটা ভিডিও ভাইরাল হলে ইমন ইসমাঈল নামক এক যুবক নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসনী কে জবাই করে হত্যা করার নির্দেশ দিয়ে ফেসবুকে পোষ্ট করে যা মূহর্তের মাঝে ছাত্রলীগের ছেলেদের চোখে পড়ে। এতে ছাত্রলীগের ছেলেরা ক্ষীপ্ত হয়ে ফেসবুকে পাল্টা পোষ্ট করে ঘোষনা দেই যে তাদের নেতা হাসনী কে হত্যা করার উদ্দেশ্য থাকলে প্রকাশ্য মাঠে আসার। তারা হত্যাকারীদের সাথে মোকাবেলা করতে প্রস্তুত বলে ঘোষনা দেন ছাত্রলীগের একটা মহল। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে হত্যার হুমকিদাতাকে গ্রেফতারের জোর দাবি জানায়।
এই ব্যাপারে,চৌধুরী হাসনীর সাথে কথা হলে তিনি বলেন ভাইরাল হওয়া ভিডিও কন্ঠটা তার না কেউ ষড়যন্ত্র করে নির্বাচনে সহিংসতা ছড়াতে এই মিথ্যাচার করছে বলে জানান তিনি। এ ব্যাপারে থানাই জিডি করবে বলে জানান তিনি।
ফেসবুকে কল্যানে জানা যাইযে হত্যার হুমকিদাতা ইমন ইসমাঈল বিএনপির চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী ডাক্তার শাহদাতের কর্মী। ফেসবুকে তিনি ডাক্তার শাহদাতের পক্ষে সরব প্রচারনা করছে
এই ব্যাপারে,চৌধুরী হাসনীর সাথে কথা হলে তিনি বলেন ভাইরাল হওয়া ভিডিও কন্ঠটা তার না কেউ ষড়যন্ত্র করে নির্বাচনে সহিংসতা ছড়াতে এই মিথ্যাচার করছে বলে জানান তিনি। এ ব্যাপারে থানাই জিডি করবে বলে জানান তিনি।
ফেসবুকে কল্যানে জানা যাইযে হত্যার হুমকিদাতা ইমন ইসমাঈল বিএনপির চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী ডাক্তার শাহদাতের কর্মী। ফেসবুকে তিনি ডাক্তার শাহদাতের পক্ষে সরব প্রচারনা করছে


Comments
Post a Comment