পটিয়ার তরুণ ভোটার ও যুবসমাজ পটিয়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সামশুল হক চৌধুরী এমপিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবে- এম. এ. রহিম
পটিয়ায় হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন, হাবিলাসদ্বীপ,সেন হাটের বিভিন্ন ওয়ার্ডে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এম এ রহিমের নেতৃত্বে পটিয়া উপজেলা যুবলীগের টিম হাবিলাসদ্বীপ ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে পটিয়া থেকে মহাজোট মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্ব শামসুল হক চৌধুরীর সমর্থনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে গন সংযোগ শেষে সেন হাটস্থ নির্বাচনী ক্যাম্পে ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়,উক্ত গন সংযোগ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আজগর আলী বাহাদুর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, উপ-দপ্তর সম্পাদক রহিম উদ্দিন পিপলু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সারোয়ার মোর্শেদ, বোরহান আকবর, দীপংকর তালুকদার, সদস্য দিদারুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মকিম,শফিউল আজম বাদশা, বিক্রম জিৎ মিত্র, রাজীব বসু, সুজন বসু, মহেন্দর সুমন, দাশ গুপ্ত, মোহাম্মদ রাসুল, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন, হাসান চৌধরী,মোহাম্মদ সেলিম প্রমূখ সভায় প্রধান অতিথি এম এ রহিম বলেন পটিয়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটার ও যুব সমাজ নৌকা প্রতীকে ভোট দিয়ে সামশুল হক চৌধুরীকে পূনরায় নির্বাচিত করবে।

Comments
Post a Comment