বিজয় উৎসব ও বিজয়’ ৭১ প্রতিষ্ঠা বার্ষিকীতে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন- নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তি রুখে তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসের গৌরবউজ্জ্বল একটি দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এ দেশের বীর সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে একটি স্বাধীন সার্বভৌম মানচিত্র আর লাল সবুজ পতাকা । আর এই রক্তমাখা পতাকাকে আজ কিছু দুস্কৃতিকারিরা কলুষিত করতে চায় । আজ স্বাধীনতার ৪৬ বছর পরে এসেও দেশদ্রোহীরা এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে চলেছে । তাই এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে । তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেই উন্নয়নের ধারাবাহিকতা চলমান রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশনেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে তাঁর নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে । বিজয়’৭১এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। গত ৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর ডি সি হিলে সংগঠনের সভাপতি এড.নীলু কান্তি দাশ নিলমণি’র সভাপতিত্বে দিলরুবা খানম ছুটি’র সঞ্চালনায় বিজয়’৭১ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিটিভি চট্টগ্রাম অঞ্চলের জিএম নিতাই কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফ্র আহ্মদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, সংগঠনের প্রতিষ্ঠাতা লায়ন ডা: আর কে রুবেল,  বিজয় উদযাপন কমিটির আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী, সচিব ডাঃ জামাল উদ্দিন, সংগঠনের নব নির্বাচিত কমিটির সভাপতি সজল কান্তি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাজীব চক্রবর্তীসহ, সহ সভাপতি লায়ন মো: আবু ছালেহ্, শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ এম ওসমান সরওয়ার, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রেজা মো: জামশেদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে (২০১৮-২০) সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন