সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

হোসেন মিন্টুঃ
চট্টগ্রামের ইপিজেড থানার বাসিন্দা মোহাম্মদ নুরুল আবছার সন্ত্রাসী
হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে আজ ১৫ জানুয়ারী সকাল ১১ টায় এক
সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ
নুরুল আবছারের পক্ষে মোহাম্মদ শাহ আলম জানান, চট্টগ্রাম জেলা ইপিজেড
থানাধীন ৩৯নং ওয়ার্ড বন্দরটিলা বক্সআলী মুন্সিরোড মৌজা এম এ আজিজ সড়ক
সংলগ্ন মোহাম্মদ নুরুল আবছার গং সন্ত্রাসী হেমায়েত গংদের হুমকিতে
নিরাপত্তা হীনতায় ভুঁগছেন। বিগত ১৯২৪ইং হতে নুরুল আবছার গং উক্ত মৌজায়
পরিবার নিয়ে মৌরশী সম্পত্তিতে বসবাস করে আসছে। গত ২০১৮ ইংরেজীর ১৬ আগস্ট
পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে আবছার ও তার
স্ত্রী আনোয়ারা বেগম (৪২), তার বড় মেয়ে শাহীন আক্তার (২৮) এবং ছোট মেয়ে
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্রী আফসানা মিমি (২১) উপর লাঠি এবং
লোহার রড দিয়ে আঘাত করলে তারা মারাত্মকভাবে জখম হয়। বসতবাড়ি থেকে উচ্ছেদ
করে বসতবাড়ী দখল করার চেষ্টা করলে পার্শ্ববর্তী থানা ইপিজেডে অভিযোগ
দায়ের করেন।
তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উক্ত বিষয়টি
নিয়ে নুরুল আবছার বিজ্ঞ আদালতে একটি সাধারণ ডায়েরী দায়ের করে (ডায়েরী
নং-৫৭/২০১৮ইং)। এ বিষয় নিয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে নির্যাতিত পরিবারকে
সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য ৩৯নং ওয়ার্ড কাউন্সিল অফিসের
সামনে শত শত মানুষের উপস্থিতিতে গত ২০১৮ ইংরেজীর ২ নভেম্বর এক বিশাল
মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয়
মান্যগণ্য ব্যক্তিদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক মো: আজিম। তিনি বলেন, উক্ত
নিরীহ পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করলে সন্ত্রাসীরা আমি ও আমার ছেলের
নামে তিনটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং বিভিন্ন ধরনের মিথ্যা মামলা
দেয়ার ভীতি প্রদর্শন করে যাচ্ছে নিয়মিত সন্ত্রাসীরা। উক্ত পরিবার
সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও
প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে নুরুল আবছারসহ মানববন্ধনে উপস্থিত গণ্যমান্য
ব্যক্তিদের নামে সন্ত্রাসী হেমায়েত গং মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও
হামকী প্রদর্শন করে। নুরুল অবছারের অসহায়ত্বের ঘটনাবলী বিভিন্ন গণমাধ্যমে
প্রকাশ হলে সন্ত্রাসী হেমায়েত গং উত্তেজিত হয়ে আরো বিভিন্ন ধরনের মিথ্যা
মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি প্রদান করেন।
উল্লেখ্য, হেমায়েত গং এর বাড়ী বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা। সে
চট্টগ্রাম শহরে রড মিস্ত্রির কাজ করে বর্তমানে কোটি কোটি টাকা ও নামে
বেনামে ৬টি বহুতল ভবনের মালিক। টাকার জোরে চট্টগ্রামে সন্ত্রাসী একটি জোট
বেধে নিরীহ লোকদের জমির জাল দলিল সৃষ্টি করে এবং গায়ের জোরে তাদের জমিজমা
দখল করে। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা ও
হত্যার হুমকী দেয়। সন্ত্রাসীরা প্রশাসনের সহযোগিতায় ও টাকার জোরে নুরুল
আবছারের পরিবারকে মিথ্যা মামলা দিবে ও মেয়েদেরকে তুলে নিয়ে যাবে বলে
হুমকি প্রদান করে। তাই ভূক্তভোগীদের আকুল আবেদন নুরুল আবছার গং
প্রধানমন্ত্রী, ভূমিমন্ত্রী, স্থানীয় সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ
জানান যাতে তার উপরে উল্লেখিত বিষয় বিবেচনা পূর্বক তার মৌরশী সম্পত্তিতে
সন্ত্রাসী হেমায়েত গংদের কবল থেকে রক্ষা করে শান্তিতে বসবাস করার
সুদৃষ্টি কামনা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল আমিন, লাকি আকতার,
রোকেয়া বেগম, আফসানা মিমি, মো. দিদারুল আলম, আনোয়ারা বেগম প্রমুখ।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন