পিআইবি'র মহাপরিচালক শাহ আলমগীর’র ইন্তেকালে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবে'র শোক

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)'র মহাপরিচালক শাহ আলমগীর আজ ইন্তেকাল করেন। ২৮ ফেব্রুয়ারী ২০১৯ বৃহস্পতিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- চট্টগ্রাম অঞ্চলে বিশেষত: অনলাইন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। গনমাধ্যমে পাঠানো শোক বার্তায় স্বাক্ষর করেন- চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন, যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ আবু ছালেহ্, সহ-সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুজ অরণ্য, অর্থ সম্পাদক কামরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক এস ডি জীবন, দপ্তর সম্পাদক হোসেন মিন্টু ও নির্বাহী সদস্য মীর মোহাম্মদ আসলাম। বিবৃতিতে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন- শাহ আলমগীরের নীতি ও আদর্শ সাংবাদিকদের জন্য অনুস্মরণীয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশের মিডিয়া জগৎ একজন অভিভাককে হারাল।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন