এমবিএ এসোসিয়েশন এর ডেলিগেট সম্মেলন, সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি গঠিত


এমবিএ এসোসিয়েশন (www.maucbd.org) এর তিন দিন ব্যাপি উৎসব " নববর্ষের প্রভাতে দেখা হবে সৈকতে " কক্সবাজারের অভিজাত হোটেল দি কক্স টুডে তে ১৩ এপ্রিল ২য় দিনে মধ্যাহ্ন ভোজের পুর্বে ক্রীড়া প্রতিযোগিতা, ঢাকা বনাম চট্টগ্রাম বীচ ফুটবল অনুষ্ঠিত হয় ।

বিকেলে এসোসিয়েশন সভাপতি আবু সাঈদ চৌধুরী'র সভাপতিত্বে ডেলিগেট সম্মেলন, সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয়।

সম্মেলন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ এর যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশে প্রথম বারের মতো  চালু হওয়া উওর আমেরিকার আদলে বিবিএ প্রোগ্রাম নিয়ে ব্যবসায় প্রশাসন ২৬তম ব্যাচের শিক্ষার্থী আলভীর প্রযোজনায় ডকুমেন্টারি চলচ্চিত্র প্রদর্শিত হয়, প্রায় ষোল শত সদস্যের ব্যাক্তিগত প্রোফাইল নিয়ে আন্তর্জাতিক মানের ডাইরেক্টরির মোড়ক উন্মোচন এবং ডেলিগেট দের মধ্যে তা বিতরণ করা হয়।

প্রথম ব্যাচের গ্রাজুয়েট এনামুল হক টিটু'র নেতৃত্বে সাত সদস্যের সার্চ কমিটি আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি প্রস্তাব করেন।

এতে আবু সাঈদ চৌধুরী কে সভাপতি ও আ ন ম ওয়াজেদ আলী কে সাধারণ সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওবায়দুর রহমান ফারুকী, ভাইস প্রেসিডেন্ট আবদুল আউয়াল, কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক এ বি এম মিজানুর রহমান, সহ সম্পাদক হিসেবে  মাঈনুল হোসাইন তামিম, প্রফেসর ডঃ জাভেদ হোসাইন, জাহিদুর রহমান, আজিজুর রহমান, নুর মোহাম্মদ বাবু।

কার্যকরী পরিষদ সদস্য হিসেবে আসাদুজ্জামান, আলাউদ্দিন মোহাম্মদ আলভী, সরদার মোহাম্মদ যোবায়ের, যাহেদুর রহমান, এম এ মতিন, ডক্টর তানভির মোহাম্মদ হায়দার আরিফ, সাইফুল চৌধুরী, জামিন আকতার জুয়েল, এম এ সুজন ও সুরাইয়া জেবিন সোনম।

উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে প্রফেসর ডঃ আনোয়ারুল কবির রুমি, ইকবাল আনোয়ার, এনামুল হক টিটু, মোহতাসিম বিল্লাহ, সাইফুল হক ভুইয়া, জাকিরুল হাসান মুকুল ও হাসান জাবেদ চৌধুরী র নাম প্রস্তাব করা হয়।

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম এর কার্যক্রম সমন্বয় কারী সাংগঠনিক সম্পাদক হিসেবে যথাক্রমে আ্হসান উল্লাহ মিন্টু ও মাঈন উদ্দিন রতন কে মনোনীত করা হয়।

 সম্মেলনে উপস্থিত ডেলিগেটরা কন্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ঘোষিত কমিটির অনুমোদন দেন।

রাতে ডিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ম্যাক্সেল রানা ও বিউটি খান সকল দর্শকদের সুরের মূর্ছনায় বিমোহিত করে রাখেন।

সর্বশেষ র‍্যাফল ড্র ও সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে রাত বারোটা এক মিনিটে দিনের কর্মসুচি সমাপ্ত হয়।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন