সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি প্রদান অনু্ষ্ঠান সম্পন্ন


সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি প্রতিযোগিতায় (পঞ্চম শ্রেণি) ২০১৮ সালে উত্তীর্ণ কৃতি শিশুদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১২ এপ্রিল (শুক্রবার) ২০১৯ সকাল ৯ ঘটিকায় হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাংসদ আলহাজ মাহফুজুর রহমান মিতা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের মনযোগী হওয়ার আহ্বান জানান। তিনি সন্দ্বীপ উপজেলায় শিক্ষার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিতিকে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমেরও বর্ণনা দেন।

প্রধান অতিথি সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে শিক্ষার গুনগত মানোন্নয়নে ২০১৩ সাল থেকে সন্দ্বীপ জুড়ে চলমান বিভিন্ন কার্যক্রমের প্রশংসার পাশাপাশি উদ্যোক্তা সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

উক্ত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, ব্যবস্থাপনা সম্পাদক মো: রেজাউল করিম সহ  আলোকিত সন্দ্বীপ পরিবারের সার্বিক কার্যক্রমে শুরু থেকে যাঁরা পৃষ্ঠপোষকতা করছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানান।

অনু্ষ্ঠানে বক্তব্য রাখেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: বেলাল উদ্দিন, কালাপানিয়া সাঈদিয়া একাডেমির সাধারণ সম্পাদক ডা. মোজাম্মেল হোসেন, প্রধান শিক্ষক ইকবাল হোসাইন, মুছাপুর দক্ষিন পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আহমদ, এসডিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান ভুঁইয়া রিপন, নিলয় এগ্রোর প্রোপাইটর মো: ফরহাদ উদ্দিন, আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি'র সাবেক সচিব সহকারী শিক্ষক রিদুয়ানুল বারী, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি সুফিয়ান মানিক, আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা ব্যবস্থাপনা কমিটির সচিব মাস্টার মোশাররফ হোসাইন নূর, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন, সাবেক শিক্ষক ডা. জামাল উদ্দিন, হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুর নবী রিয়াদ ও কৃতি শিশু শিক্ষার্থী খাদিজা চৌধুরী।

শিবের হাটস্থ চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের শিক্ষক মাইন উদ্দিনের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন, মেধাবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থাপনা কমিটির সচিব প্রধান শিক্ষক সায়েদ উল্লাহ।

অনু্ষ্ঠানে কৃতি শিশুদের পুরুস্কার হিসেবে প্রদান করা হয়-
১/আকর্ষনীয় ক্রেষ্ট
২/সনদপত্র
৩/নগদ অর্থ
৪/শপিং ব্যাগ
৫/ক্যালেন্ডার
৬/অনু্ষ্ঠানের দাওয়াতপত্র ও
৭/আলোকিত সন্দ্বীপ এপ্রিল-২০১৯ ইস্যু।

উল্লেখ্য, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে সন্দ্বীপ জুড়ে ২০১৩ সাল থেকে পঞ্চম শ্রেণিতে মেধাবৃত্তি প্রতিযোগিতা, ২০১৪ সাল থেকে চতুর্থ শ্রেণিতে চিত্রাংকন প্রতিযোগিতা, ২০১৫ সাল থেকে তৃতীয় শ্রেণিতে হাতের লেখা প্রতিযোগিতা, ২০১৮ সাল থেকে কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা প্রদান (মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্তদের) অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রতিযোগিতা সমূহে অংশগ্রহণের উপর ২০ জনকে পুরস্কৃত করা হয়ে থাকে।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন