পটিয়ায় দক্ষিণ ভূর্ষিতে জায়গা জমি নিয়ে বিরোধের জের আহত ২, বাদীর জায়গায় জোরপূর্বক ঘর বাধঁছে বিবাদী গণ


পটিয়া প্রতিনিধি: পটিয়ার দক্ষিণ ভূর্ষিতে খানমোহনা ৩ নং ওয়ার্ড এলাকায়  জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে মহিলা সহ ২ জনকে আহত করেছে। ঘটনাটি ঘটে গত ২৩ এপ্রিল ২০১৯ ইংরেজী বিকাল সাড়ে ৫টায়। এ নিয়ে উত্তেজনা চলছে। আহত গোলাফী চক্রবর্ত্তী অভিযোগ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে চলমান ১৪৫ ধারার ফৌজদারী মিচ মামলা নং ৩৯৩/১৯ ইং প্রত্যাহার না করায় প্রতিপক্ষরা আমাদেরকে একের পর এক হামলা করছে। জানা যায়, উপজেলার দক্ষিণ ভূর্ষির দিলীপ চক্রর্ব্ত্তীর সাথে প্রকাশ চক্রবর্ত্তীর মধ্যে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১৪/০৩/১৯ ইং ও ১৯/০৩/১৯ ইং দুই দফা প্রতিপক্ষরা বিরোধীয় জায়গা জবর দখল ও গাছ কাটার চেষ্ঠা করলে তারা থানায় জিডি নং-৮২৬/১৯ ইং রুজু করেন। পরে আবারো ভূমি দখলের চেষ্ঠা করে এতে বাধা দিলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে গোলাফী চক্রর্ব্ত্তী, পঙ্কজ চক্রর্ব্ত্তী, নিলা দাশকে হামলা করে গুরুতর আহত করে। এ নিয়ে দিলীপ চক্রর্ব্ত্তী বাদী হয়ে পটিয়া থানায় প্রকাশ চক্রর্ব্ত্তী, দেবাশীষ চক্রবর্ত্তী, প্রিয়াঙ্কা চক্রর্ব্ত্তী, রিয়া চক্রর্ব্ত্তী, লক্ষী চক্রর্ব্ত্তী, আশীষ চক্রর্ব্ত্তী ও মানিক চক্রর্ব্ত্তীকে বিবাদী করে মামলা নং-৪২/১৯ ইং রুজু করেন। বাদী অভিযোগ করেন থানায় এ মামলার কারণে প্রতিপক্ষরা ভূমি জবর দখল করতে না পারায় তুচ্ছ বিষয় নিয়ে আমাদেরকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনকে তোয়াক্কা না করে তারা জোর জবরদস্তি ঘর বাধঁছে।
তিনি এ ব্যাপারে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন