চট্টগ্রাম'র পটিয়ায় মা ও ছেলে হামলার শিকার শীর্ষক সংবাদের প্রতিবাদ
পটিয়া থানা প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় মা ও ছেলে হামলার শিকার শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আলহাজ্ব মোহাম্মদ হাশেম চৌধুরী। তিনি এ প্রতিবেদককে বলেন- দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব খলিলুর রহমান তাঁর নিজ জন্মস্থান পটিয়া সাইদার গ্রামে প্রতি বছরের মত এবারো হাজার হাজার মানুষের মাঝে চাউল বিতরণ করেন ২৪ মে ২০১৯। সেখানে হাজার হাজার নারী-পুরুষের মত উল্লেখিত রোকেয়া বেগম ও তার ছেলেও চাউলের জন্য যায়। অকারণে উক্ত মহিলা আমার অর্জিত মান-সম্মান হেয়পতিপন্ন করার হীন মানসে পটিয়া থানায় অভিযোগ দায়ের করে দাবি করেন ত্রাণ বিতরণের সময় সে ও তার ছেলে হামলার শিকার হয়। প্রসঙ্গত আমি গত ১৫/১৬ বছর ধরে জিরি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ও একজন ব্যবসায়ী। চাল বিতরণকালে স্বয়ং কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রকৃত ঘটনা এই যে, কথিত মহিলার সাথে আমার কোন ধরণের বিরোধ ছিল না এবং নেই। উক্ত মহিলা আমার মান-মর্যাদা ক্ষুন্ন করার প্রয়াসে ষড়যন্ত্রমূলকভাবে কুচক্রী মহলের ইন্ধনে উক্ত অভিযোগ দায়ের করে।
উল্লেখ্য, ২৬ মে ২০১৯ চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকায় মা ও ছেলে হামলার শিকার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Comments
Post a Comment