পটিয়ায় বিনা মূল্যে ভ্রাম্যমাণ সবজি বাজার ছাত্রলীগের
পটিয়ায় বিনা মূল্যে ভ্রাম্যমাণ সবজি বাজার ছাত্রলীগের
পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে চালু করা হয়েছে বিনা মূল্যে ভ্রাম্যমাণ সবজি বাজার।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ভ্যানে করে সবজি নিয়ে পটিয়া পৌর সদরের বিভিন্ন কলোনীতে বসবাসরত দরিদ্র মানুষের মাঝে তুলে দেয়া হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় রাখা হয় সবজির ভ্যান। সামাজিক দূরত্ব নিশ্চিত করে মানুষজন একে একে বিনা মূল্যের সবজি নিতে আসেন।
প্রথমে তাদের স্প্রে করে জীবাণুমুক্ত করা হয়। এরপর তাদের হাতে থাকা ব্যাগে তুলে দেয়া হয় কুমড়া, লাউ, করলা, বেগুন, ঢেড়শ, পটল, কাঁচা মরিচসহ হরেক রকমের শাক সবজি। করোনাভাইরাস পরিস্থিতির এমন সংকটকালে এসব সবজি পেয়ে খুশি মানুষ।
এ উদ্যোগের উদ্যোক্তারা হলেন, পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নয়ন শর্মা, সহ- সভাপতি আনিসুর রহমান, সংগঠনিক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আরাফাত, প্রচার সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দিন, এনামুল হক মিশকাত, কাইয়ুম সিদ্দিক তুষার,জগন্নাথ শীল, প্রান্ত নন্দী প্রমুখ।
এ ব্যাপারে পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন শর্মা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ছাত্রলীগ কৃষকদের পাশে দাড়াঁতে বলেছেন ছাত্রলীগ নেতাদের , আমরা সরাসরি কৃষকের হাত থেকে সবজি কিনে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চেয়েছি। এছাড়া হুইপ মহোদয় প্রকৃত অসহায়দের সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছিলেন, সেজন্য আমরা বস্তিতে বাস করা ত্রান না পাওয়া বিভিন্ন জেলার ভাসমান মানুষেদের মাঝে সেই সবজি বিতরণ করেছি। সামাজিক দূরত্ব মেনে অভাবী মানুষের হাতে এসব পণ্য প্রতিদিনই তুলে দেয়ার চেষ্টা করবো।’
এদিকে ছাত্রলীগের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ বলেন, ছাত্রলীগ দেশের বিভিন্ন দুঃসময়ে এগিয়ে এসেছে। তাদের মতো সবাই যদি এগিয়ে আসেন, তাহলেই আমরা এই করোনা যুদ্ধে জয়ী হবো।

Comments
Post a Comment