লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী'র চার্জ হ্যান্ড ওভার টেক ওভার অনুষ্ঠিত।
লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী'র চার্জ হ্যান্ড ওভার টেক ওভার অনুষ্ঠিত।
আজ নগরীর ভিলেজ রেস্টুরেন্টে লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী'র চার্জ হ্যান্ড ওভার টেক ওভার অনুষ্ঠিত হয়। প্রাক্তন সভাপতি লায়ন ওমর ফারুক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের পরিচালনা করেন প্রাক্তন সেক্রেটারী লায়ন মোঃ আবু ছালেহ্। এ সময় উপস্থিত ছিলেন জোন চেয়ার পারসন লায়ন আনিসুল হক চৌধুরী, নব গঠিত কমিটির প্রেসিডেন্ট লায়ন সাইফুল আলম পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি লায়ন নুরুজ্জামান জামান, সেক্রেটারি আরমান উজ জামান, প্রাক্তন ট্রেজারার লায়ন আবদুল্লাহ আল রায়হান, লায়ন ওসমান সরওয়ার প্রমুখ।
সভায় নব কমিটির প্রেসিডেন্টের হাতে চার্জ হ্যান্ড ওভার করেন প্রাক্তন কমিটির প্রেসিডেন্ট ও কেবিনেট সদস্য বৃন্দ।

Comments
Post a Comment