পটিয়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত
পটিয়ায় শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন পালিত
পটিয়া দক্ষিণ ভূষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠন মিলনায়তনে ১৮ অক্টোবর রবিবার সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র্যালি ও বিকাল ৪টায় আলোচনা সভা এবং এড চন্দ্র শেখর নাথ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পটিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মুহাম্মদ সেলিম, প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নিবার্হী কর্মকতা ফয়সাল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অনুপম নাথ, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, বক্তব্য রাখেন উপদেষ্টা সন্তোষ চক্রবর্ত্তী, নিহার কান্তি চক্রবর্ত্তী, সাবেক সভাপতি কাজল চন্দ্র দে, সঞ্জীব চক্রবর্ত্তী মিঠু, রতন কুমার দে, সাধারণ সম্পাদক বিকাশ দে বাবু, প্রতিষ্ঠাতা সদস্য স্বপন কান্তি নাথ, মিহির চক্রবর্ত্তী, সুধির চন্দ্র দে কালু, মিলন দেব নাথ, গোপাল চন্দ্র দে, অজিত দেব নাথ, বিপ্লব চক্রবর্ত্তী রিগান, অর্পন চক্রবর্ত্তী, কনক চক্রবত্তী, যীশু দে, মো: মঞ্জুর, জয় চক্রবর্ত্তী, অভিষেক চক্রবর্ত্তী, সজীব মিত্র, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মোরশেদুল হক, আহম্মদ নুর, শাহ আলম খোকন, রণধীর দে, মো: আনোয়ার, যাদব সর্দ্দার, জুয়েল দাশ, হুমায়ুন কবির, রিংকী দেব প্রমুখ।

Comments
Post a Comment