ঘাডশি সাহিত্য পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


ঘাডশি সাহিত্য পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মুহাম্মদ মাহফুজুর রহমান:

ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদের উদ্যোগে পথকলি ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


শুক্রবার (১৫ জানুয়ারী)  সকালে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনে ঘাডশির কবি ও সাহিত্যিকদের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা, কথন সম্পাদক গীতিকার ফারুক হাসান, চট্টগ্রাম খাঁন ডেন্টালের স্বত্বাধিকারী ও ঘাডশি সাহিত্য পরিষদের সভাপতি ডা: বেলাল হোসেন উদয়ন, সাধারাণ সম্পাদক লায়ন আবু সালেহ্, ডা: জামাল উদ্দীন, প্রিয় বার্তাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শোয়েব হাসান, ঘাডশির যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান, ডা: গৌতম ঘোষ, শিশু সাহিত্যিক রথিদ্রজিৎ হিরো বড়ুয়া, ডাঃ কানু দাশ,  নরেশ্বর দাস, কবি অভিলাষ মাহমুদ, শাওন রানা,



এতে বক্তারা  বলেন, ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদ  মূলত কবি সাহিত্যিকদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। নগরীর অলিগলিতে অসংখ্য শীতার্ত মানুষ একটু গরম কাপড়ের অভাবে শীত নিবারণ করতে পারতেছেনা। তাই ঘাডশির কবি,সাহিত্যিকরা শুধু লিখালিখির মধ্যে সীমাবদ্ধতা না রেখে পথকলি ও শীতার্ত মানুষ মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছে।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন