Posts

Showing posts from March, 2021

ব্যাংক এশিয়া ভবন শাখার কর্মকর্তা লায়ন আনিসুল হক চৌধুরী'র মা ও শিশু হাসপাতালে বেড প্রদান

Image
ব্যাংক এশিয়া ভবন শাখার কর্মকর্তা লায়ন আনিসুল হক চৌধুরী'র মা ও শিশু হাসপাতালে বেড প্রদান রতন বড়ুয়াঃ চট্টগ্রাম আগ্রবাদ মা ও শিশু হাসপাতালে ইঞ্জিনিয়ার জাবেদ আফছার চৌধুরীর মাধ্যমে ব্যাংক এশিয়া আগ্রাবাদ ভবন শাখার ম্যানেজার অপারেশন লায়ন  মোঃ আনিসুল হক চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে রোগীদের জন্য একটি বেড দান করেন। এসময় উপস্থিত ছিলেন পরিচালক ডাক্তার নুরুল হক, ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী,উপ-পরিচালক মো মোশরাফ হোসেন, ল্যাব টেকনোলজিস্ট আলতাফ হোসেন , সাংবাদিক দিলু বড়ুয়া জয়িতা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। করোকালিন সময়ে সবাইকে মাক্স পরিধান করা এবং সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার আহবান জানান কর্মকর্তা ও ডাক্তাররা।

রেমিট্যান্স যোদ্ধাদের অনেকে ‘আকামা’ নবায়ন করতে পারছে না: সুজন

Image
রেমিট্যান্স যোদ্ধাদের অনেকে ‘আকামা’ নবায়ন করতে পারছে না: সুজন দেশের অর্থনীতির প্রাণ রেমিট্যান্স যোদ্ধাদের বাঁচাতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।   রোববার (২৮ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ আবেদন জানান।সুজন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হচ্ছে প্রবাসী আয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ কর্মজীবী ঐসব দেশের উন্নয়নে অবদান রাখছেন। বাংলাদেশের শ্রমশক্তির একটি বড় অংশ মধ্যপ্রাচ্যে কর্মরত আছে। দুঃখজনক হলেও সত্যি যে বর্তমানে প্রবাসীদের উল্লেখযোগ্য অংশ তাদের আকামা বা কাজের অনুমতিপত্র নবায়ন করতে পারছে না। সম্প্রতি পবিত্র ওমরাহ পালন উপলক্ষে সৌদিআরবে অবস্থানকালীন সুজনকে মক্কা শরিফ, মদিনা শরিফ, জেদ্দা, দুবাই, আরব আমিরাত, কাতার ও বাহরাইনসহ বিভিন্ন দেশের প্রবাসীরা সাক্ষাৎ এবং ফোন করে তাদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার কাহিনি জানান। লকডাউনের ফলে ব্যবসা চাকরি হারিয়ে তারা যেন দিশেহারা। তাদের আকামা নবায়নের সময় পার হয়ে গেলেও টাকা...

লায়ন মোহাম্মদ আনিসুল হকের মাতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Image
লায়ন মোহাম্মদ আনিসুল হকের মাতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদকঃ লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর সম্মানিত জোন চেয়ারপারসন  ও লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী প্রতিষ্ঠাকালীন সভাপতি লায়ন মোহাম্মদ আনিসুল হকের মমতাময়ী মাতা মরহুমা রহিমা বেগম'র ইছালে সওয়াবের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দী আয়োজিত উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জোন চেয়ারপারসন লায়ন আনিসুল হক,   ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সাইফুল আলম পাটোয়ারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট লায়ন আবু ছালেহ্, সেক্রেটারি লায়ন আরমান উজ্জামান, লায়ন জীবন, লায়ন জি এম কায়সার প্রমুখ দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মৌলভী মোহাম্মদ  নুরুল হদা। উল্লেখ্য গত ২৭ শে ফেব্রুয়ারী ভোরে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

পবিত্র শবে বরাত আজ

Image
পবিত্র শবে বরাত আজ বাবু চৌধুরীঃ আজ সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারাদেশে দিনটি পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানরা  এ রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন। ১৪ মার্চ বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৫ মার্চ পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হয়। সে হিসেবে ১৬ মার্চ মঙ্গলবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হয়। আর ১৪ শাবান হবে ২৯ মার্চ। করোনা মহামারির কারণে গত বছর ঘরে ইবাদত করার আহ্বান জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে এবার এমন কোনও নির্দেশনা দেওয়া হয়নি। শবে বরাত মুসলামানদের কাছে লাইলাতুল বারাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। আরবি শব্দ লাইলা অর্থ রাত। ফার্সি শব্দ শব অর্থও রাত। আর বরাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শাবান মাসের ১৪ তারিখের এ রাতকে মুক্তির রাত বা নাজাতের রাত হিসেবে অবহিত...

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

Image
ইসমাইল ইমনঃ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে লালখান বাজার ইয়াহিয়া টাওয়ার অফিস কার্যালয়ে আলোচনা সভা কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র লিগাল অ্যাডভাইজার ব্যারিস্টার আফরোজা আক্তার এর সভাপতিত্বে ও প্রবাসী টিভির পরিচালক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক শামসুদ্দিন শিশির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরো প্রধান সহকারী সম্পাদক,ও ctnewsbd.com সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জুবায়ের সিদ্দিকী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম চেয়ারম্যান ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন পটিয়া ও সভাপতি চেয়ারম্যান সমিতি পটিয়া উপজেলা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এসএম সিরাজউদ্দৌলা লিগ্যাল এডভাইজার চট্টগ্রাম প্রবাসী ক্লাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার এম এ  হেলাল সিআইপি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চট্টগ্রাম প্রবাসী ক্লাব,সাজ্জাদ মাহমুদ চৌধুরী রনি মোজাম্মেল হোসেন রাজধন সভাপতি পটিয...

সংযুক্ত আরব আমিরাতে দোয়া ট্রাভেলস এর শুভ উদ্বোধন

Image
সংযুক্ত আরব আমিরাতে দোয়া ট্রাভেলস এর শুভ উদ্বোধন আমিরাত প্রতিনিধিঃ আরব আমিরাত এর আজমান শহরের প্রাণকেন্দ্র – লুলু মার্কেটের বিপরীত পাশে দোয়া টাইপিং এর পাশাপাশি ৭ মার্চ শুরু হলো দোয়া ট্রাভেলস এর যাত্রা । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়া ট্রাভেলস এর কর্ণধার ইমরান আহমেদ , দোয়া গ্রুপের স্পন্সর আহমেদ সাঈদ আহমেদ শেহজাবী আলমেহরি, দোয়া গ্রুপের সদস্য আশিক নিহাদ, সাজ্জাদ ,সাদেক হোসেন , জামানুর রহমান, হৃদয় , মোনতাকিম, রাকিন , শাহারিয়া , জাবেদ , সাকিব ও মাসুদ দোয়া’র সকল শুভাকাঙ্ক্ষী প্রমুখ । দোয়া ট্রাভেলস এর মাধ্যমে যেন বাংলাদেশীরা উপকৃত হয় এবং সর্বোচ্চ সেবাটুকু পায় এটাই দোয়া গ্রুপের প্রধান লক্ষ্য। উল্লেখ্য দোয়া ট্রাভেলস এর স্বত্বাধিকারী ইমরান আহমেদ  ইতিমধ্যে আরব আমিরাতের আজমান শহরে ২৯ বছরের পুরানো পিতার গড়ে তুলা দোয়া টাইপিং এর কার্যক্রম সুনামের সাথেই করে যাচ্ছেন দীর্ঘ ১৮ বছর যাবত । এই সময়ের মধ্যে পুরো ইমারাত ব্যাপী বাঙ্গালী সহ সকল দেশের মানুষের নিকট তিনি অনেক পরিচিত এবং শ্রদ্ধাভাজন হয়ে উঠেছেন । বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের নেত্রীবৃন্দ এবং বাংলাদেশী বিভিন্ন  শিল্প...

আন্তর্জাতিক নারী দিবসে প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা প্রায় ৭০ জন এতিম শিশুদের মুখে খাবার তুলে দিলেন

Image
আন্তর্জাতিক নারী দিবসে প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা প্রায় ৭০ জন এতিম শিশুদের মুখে খাবার তুলে দিলেন  নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবসে প্রায় ৭০ জন এতিম শিশুদের মুখে খাবার তুলে দিলেন ইতিহাস৭১ টিভির প্রকাশক ও সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা । তিনি গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাউজান উত্তর ও পশ্চিম গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসা , হেফজ ও এতিমখানার প্রায় ৭০ জন এতিম শিশুদের ভাত খাওয়ান মাতৃস্নেহে । এসময় উপস্থিত ছিলেন মৌলানা মোবারক হোসেন মৌলানা জাফর আহম্মেদ মানিকি মৌলানা আকতার , মৌলানা ইলিয়াস, জানে আলম জনি ,সত্যব্রত দাশ, মোহাম্মদ আলমগীর , হাফেজ আশরাফ উদ্দিন হাফেজ নুরুদ্দিন , মোহাম্মদ হারুনুর রশিদ , এয়াকুব সওদাগর, মোহাম্মদ হানিফ , মৌলানা মালেক, মৌলানা মাঈনুদ্দিন , সাংবাদিক রতন বড়ুয়া, ও সাংবাদিক এস এম নুরুল আলম খোকন । এসময় প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতাকে এই মানবতার কাজ করায় মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মকর্তারা আন্তরিক ধন্যবাদ জানান ।