কবিতাঃ বর্ষায় নিমন্ত্রন -কনক কুমার প্রামানিক

 


বর্ষায় নিমন্ত্রন

কনক কুমার প্রামানিক

বর্ষাকালের বাদলা দিনে এসো মোদের বাড়ি
কুটুম্বিতায় মন ভরাবো দেবো না যে ছাড়ি।
বাঁশ বাগানের শীতল ছায়া দিবো গায়ে মেখে
সর্বক্ষণ রাখবো সাথে যাবোনা একা রেখে।

আষাঢ় মাসের বড় বেলা সময় দিবো বেশী
রাতের বেলা সঙ্গী হবে দূর আকাশে শষী।
কথায় কথায় মন ভরাবো সারা নিশি ভর
আপন ঘরে ফিরেও যেন ভেবো নাকো পর।

মাচাতে বসিয়ে দেবো গাছের শীতল হাওয়া
রাখো যদি নিমন্ত্রণ হবে অনেক পাওয়া। 
বাড়ির গাছে আম কাঁঠাল তৃপ্ত হবে মন
আপ্যায়নে ভুল হবেনা থাকবো সারাক্ষণ।

মাঠের তাজা সবজি আর পুকুরে ধরা মাছ
কালো গরুর দুধ খেলে মিটবে তোমার আশ।
পাখির গানে জাগবে, ভোরের আলো ফুটলে
অনেক খুশি হবো যে এমন কুটুম জুটলে। 

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন