বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু চিকিৎসা ও করোনা টিকা নিবন্ধন ক্যাম্প ২০২১ অনুষ্টিত


বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু চিকিৎসা ও করোনা টিকা নিবন্ধন ক্যাম্প ২০২১ অনুষ্টিত


"আমার রক্তে বাঁচবে প্রাণ-স্বেচ্ছায় করি রক্তদান" এই স্লোগান কে সামনে রেখে অনুষ্টিত হয়ে গেল পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের বন্ধনে পটিয়া”র ব্যবস্হাপনায় "বিনামূল্যে' রক্তের গ্রুপ নির্ণয়,চক্ষু চিকিৎসা ও করোনা টিকা নিবন্ধন ক্যাম্প-২০২১। শুক্রবার পটিয়া উপজেলার ৫নং হাবিলাদ্বীপ ইউনিয়নের চরকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবুল হাশেম রাব্বুর সভাপতিত্বে ও শোয়াইবুল ইসলাম এর উপস্হাপনায় এবং অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক মহিউদ্দিন সজিব তালুকদার ও সদস্য সচিব সায়েম বিন মামুনের পরিচালনায় বিশাল এই কর্মযজ্ঞ অনুষ্টিত হয়। এই অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে ছিলেন ব্যাবসায়ী ও সমাজসেবক জনাব আবু তৈয়ব। প্রধান অতিথি ছিলেন পশ্চিম পটিয়া উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক ফৌজুল কবির কুমার । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী'র ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবু সালেহ । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শফিউল আজম, ইনজামুল হক তুহিন,শাহ আলম,আলমগীর তালুকদার,ইয়াসীন রনি,ফরিদুল আলম মিটু,রিয়াদ মোর্শেদ, ওমর ফারুক সাহেদ,মনসুর আলম,,আনিসুর রহমান সহ প্রমুখ.। অনুষ্টানে বক্তারা বিনামূল্যে এইরকম অনুষ্টানের ভূয়সী প্রশংসা করেন এবং রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের ব্যাপারে উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতে এই রকমের অনুষ্টানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এই কর্মসূচিতে বিনামূল্যে ৪৭৫ জনকে রক্তের গ্রুপ নির্ণয়, ৮৭ জনকে চক্ষু চিকিৎসা ও ১১৭ জনকে করোনা টিকা নিবন্ধন সেবা দেওয়া হয়। বিভিন্ন সামজিক ও মানবিক কাজে অবদান রাখায় বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।

Comments

  1. The Wizard of Odds on Slot Machines - DrMCD
    the wizard 포항 출장마사지 of slots, with the following 충청북도 출장샵 features as a guideline: In the free spins, you will get to win by Aug 24, 2015 · 경상북도 출장샵 Uploaded 강릉 출장안마 by mcd 강릉 출장샵

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন