Posts

Showing posts from November, 2021

গনপরিবহনে ভাড়া নৈরাজ্য থামাতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর শাখার জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান।

Image
গনপরিবহনে ভাড়া নৈরাজ্য থামাতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি  চট্টগ্রাম মহানগর শাখার জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান। সিএনজিচালিত হিউম্যান হলার, লেগুনা, অটো-টেম্পু, অটোরিক্সার পৃথক পৃথক ভাড়া নির্ধারণ করে চলমান ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানী থেকে আইনী সুরক্ষা পাওয়ার সুযোগ দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর শাখা।  আজ ১৭ নভেম্বর ২০২১ বুধবার সকালে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির বরাবরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান’র নিকট প্রদত্ত এক স্মারকলিপিতে এই দাবি জানায় সংগঠনটি।  এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সৈয়দ মোক্তার উদ্দীন, সহ-সভাপতি বীর গেরিলা  মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, সাধারণ সম্পাদক পরিবেশবিদ মোঃ ইমতিয়াছ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আবু ছালেহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মুছা খান, প্রচার সম্পাদক মোঃ সোহেল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সরকার শুধুমাত...

র‌্যাগ ডে এবং র‌্যাগিং উৎসব -লায়ন মোহাম্মদ আবু ছালেহ্

Image
  সম্পাদকীয়ঃ র‌্যাগ ডে এবং র‌্যাগিং উৎসব -লায়ন মোহাম্মদ আবু ছালেহ্ তিন দশক আগেও উচ্চ শিক্ষাঙ্গনে র‌্যাগিং নামের নেতিবাচক শব্দটির সঙ্গে অধিকাংশের পরিচয় ছিল না। বিশ্ববিদ্যালয়ে পরিচিত ছিল র‌্যাগ-ডে নামের শব্দটি। স্নাতকোত্তর পড়া শেষে বিশ্ববিদ্যালয় ছাড়ার আগে ছাত্রছাত্রীরা একটি বিদায়ী আনন্দ-উৎসবের আয়োজন করত। র‌্যাগ-ডে নামের এ উৎসব ছিল নিটোল আনন্দের। সারা দিন উৎসব শেষে সন্ধ্যায় বিদায়ী শিক্ষার্থীদের সৌজন্যে উপাচার্যের পক্ষ থেকে একটি ডিনারের আয়োজন করা হতো। ডিনারের শুরুতে উপাচার্য মহোদয় পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা দিতেন। জীবনে চলার পথের যেন কিছু মূল্যবান পাথেয় দিতেন তিনি। আজকাল র‌্যাগ-ডে নানা নামে পালিত হয়। আনুষ্ঠানিকতার আতিশয্য থাকলেও শিক্ষার্থীদের অনেকের একাডেমিক গাম্ভীর্য অনেকটা যেন কমে গেছে। এখন র‌্যাগ-ডের রাজা-রানী নির্বাচন নিয়ে নানা টানাপোড়েন তৈরি হয়। তা অনেক সময় মাত্রাও ছাড়িয়ে যায়। আমাদের সময় র‌্যাগ-ডেকে কেন্দ্র করে বিদায়ী শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিভা দিয়ে সাংস্কৃতিক উৎসব মাতিয়ে তুলতেন। আর এখন সব ভাড়ায় চলে। কে কত লাখ টাকা দিয়ে ব্যান্ডের দল এনে কনসার্টের আয়োজন করেছে, এর এক অলিখিত প্রতিযোগিত...

এশিয়ান আবাসিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী'২১ বিদায়

Image
এশিয়ান আবাসিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী'২১ বিদায়  চট্টগ্রামের অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান  এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী'২১ বিদায় ও দোয়া অনুষ্ঠান শিক্ষিকা তাসনুভা তাহরীন এর সঞ্চালনায়  প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইনের সভাপতিত্বে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: মাসুম চৌধুরী (কলামিস্ট ও গবেষক) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো: আজিজুর রহমান (সভাপতি, লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দী), লায়ন হাজী আব্দুল মন্নান (চেয়ারম্যান, আর ট্রেডিং কর্পোরেশন), প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার এবং স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ ইউনুছ,রাজিবুল ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ শাহীন,মামুন,শাহাদাত, সালেহা আক্তার,আইরিন আক্তার, মিতু বড়ুয়া, জান্নাতুল ফেরদৌস, জয়নাব বেগম ও নুর আফরোজা প্রমূখ। বক্তরা তাদের বক্তব্যে, "প্রতিষ্ঠানের ও পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সৎ মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ কর...

আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন এর জন্য আবেদন পত্র প্রদান করছেন আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন।

Image
নিজস্ব প্রতিবেদকঃ আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন এর জন্য আবেদন পত্র প্রদান করছেন আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন।  পটিয়া আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতবিনিময় করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর সকাশে, এ সময় আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,শ্রমিক লীগ,ছাত্রলীগ সহ শতাধিক নেতা কর্মী নিয়ে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন এর পক্ষে  আসন্ন আশিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদে নৌকা প্রতীক চেয়ে জেলা আওয়ামী লীগের আন্দরকিল্লাস্হ দলীয় কার্যালয়ে    জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে  আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক  মনোনয়ন এর জন্য চট্টগ্রাম  দক্ষিণ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক  মোহাম্মদ আবু জাফর  কাছে আবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ সম্পাদক এম এ রহিম, চট্টগ্রাম  দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শহীদ, আশিয়া ইউনিয়ন  আওয়ামীলীগ নেতা হাজ্বী আবসার মেম্বার, জহুর আহমদ চৌধুরী, মোহাম্মদ আজিজুল ...

পূর্বাশার আলো'র মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

Image
পূর্বাশার আলো'র মতবিনিময় সভা অনুষ্ঠিত । নিজস্ব প্রতিবেদকঃ আর্দশ শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটি সন্মেলন প্রস্তুতি'র মতবিনিময় আহবায়ক শাহ আলম সিকদারের সভাপতিত্বে সদস্য সচিব আবু জোবায়ের রিয়াজের পরিচালনায় ২ নভেম্বর নগরীর তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর,বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এনেল,পূর্বাশার আলোর প্রতিষ্ঠাতা লেখক আতিকুর রহমান আতিক, সাবেক সভাপতি লেখক নোমান উল্লাহ বাহার,সমন্বয়ক ফায়সাল বিন কাশেম, সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক ডাঃ মেজবাহ উদ্দীন সবুজ, এডভোকেট প্রবাল চৌধুরী ,মোঃ মোরশেদ, মুনতাসির মাহমুদ। মতবিনিময় সভায় সর্বসন্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী তিন মাসের মধ্য সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভার কমিটি সমূহ সন্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ করা হবে।

মিথ্যা চাঁদাদাবী মামলায় সাংবাদিক আলমগীর নূর এর আগাম জামিন লাভ

Image
মিথ্যা চাঁদাদাবী মামলায় সাংবাদিক আলমগীর নূর এর আগাম জামিন লাভ মিথ্যা, হয়রানীমূলক ও মানহানিকর  চাঁদাদাবী মামলায় মহানমান্য হাইকোর্ট থেকে সোমবার আাগম জামিন লাভ করেছেন মুক্তিযোদ্ধার সন্তান  সাংবাদিক আলমগীর নূর।  জনৈক ভাড়াটিয়া থেকে চাঁদাদাবী করার মিথ্যা, ভিত্তিহীন, গায়েবী অভিযোগে সিএমপি'র বাকলিয়া থানায় গত ২৩/০৯/২০২১ ইং তারিখে দায়েরকৃত  হয়রানীমূলক, মানহানিকর চাঁদাবাজী মামলায় মহানমান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন করেছেন বিশিষ্ট সাংবাদিক নেতা, জাতীয় দৈনিক আজকের প্রভাত এর চট্টগ্রাম ব্যুরো প্রধান,   সাংবাদিক সংগঠন চট্টগ্রামে রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)'র সাধারণ সম্পাদক নাগরিল অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা-বাংলাদেশ)  এর কেন্দ্রীয় চেয়ারম্যান আলমগীর নূর। ০১/১১/২০২১ ইং তারিখে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এএসএম আবদুল মোবিন এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।  আদালতে আলমগীর নূর এর পক্ষে শুনানী করেন এডভোকেট  কামরুল হাসান রিগান। উল্লেখ্য যে, গত ০৬/১০/২০২১ ইং তারিখে আলমগীর নূর অত্র মিথ্যা চাঁদাবাজী মামলার বাদী ও মিথ্যা মামল...

স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলায় তিনটি নতুন কমিটির অনুমোদন

Image
স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলায় তিনটি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে— বাঁশখালী উপজেলা, পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভা কমিটি। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতাদের যৌথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার তিনটি ইউনিটে নতুন কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু এবং সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার চট্টগ্রাম দক্ষিণ জেলার একটি ইউনিট কমিটি অনুমোদন করেন। এছাড়া নির্দেশক্রমে কেন্দ্রীয় দপ্তর থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলার দুটি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো হলো— বাঁশখালী উপজেলা আহ্বায়ক: মো. হেফাজ উদ্দীন চৌধুরী, সদস্য সচিব: মোহাম্মদ দিদারুল আলম। যুগ্ম-আহ্বায়ক: ১. পার...

পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদ সদস্য এডভোকেট উম্মে হাবিবা'র মাস্ক বিতরণ।

Image
পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে  জেলা পরিষদ সদস্য এডভোকেট উম্মে হাবিবা'র মাস্ক বিতরণ। ২ নভেম্বর রোজ মঙ্গলবার নগরীর পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছাত্রীদের মাঝে চট্টগ্রাম জেলা পরিষদের মাস্ক বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এডভোকেট উম্মে হাবিবা।  এসময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সম্মানিত  কমিশনার পুলক খাস্তগীর,  স্কুলের প্রধান শিক্ষিকা প্রীতি দেব এবং  স্কুল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। উপস্থিত সকলেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান  উত্তর জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি এবংচট্টগ্রাম জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুস সালাম ভাইয়ের প্রতি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মাহবুর পক্ষে নৌকা প্রতীক চেয়ে আবেদন।

Image
চট্টগ্রাম  দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মাহবুর পক্ষে নৌকা প্রতীক  চেয়ে আবেদন। পটিয়া, কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারময়ান পদে মাহবুবুল হক চৌধুরীর  পক্ষে শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী নিয়ে  নৌকা প্রতীক এর জন্য  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু জাফর এর হাতে দরখাস্ত প্রদান করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এম এ রহিম, পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সামশুল ইসলাম চেয়ারম্যান, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু জাফর, সাধারণ সম্পাদক বদি উল আলম তুষার, সহ সভাপতি মোহাম্মদ নুর খাঁন মাস্টার, হাজী ওসমান গনি, মোহাম্মদ ইকবাল, রমজান আলী সরদার,তপন চৌধুরী, ,যুগ্ম সম্পাদক দিদারুল আলম, সমর কান্তি দাশ,পটিয়া উপজেলা যুবলীগের সদস্য এয়ার মোহাম্মদ বুলু, কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন,  আনোয়ার হোসেন মধু মেম...