স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলায় তিনটি নতুন কমিটির অনুমোদন


স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলায় তিনটি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে— বাঁশখালী উপজেলা, পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভা কমিটি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতাদের যৌথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার তিনটি ইউনিটে নতুন কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।



চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু এবং সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার চট্টগ্রাম দক্ষিণ জেলার একটি ইউনিট কমিটি অনুমোদন করেন। এছাড়া নির্দেশক্রমে কেন্দ্রীয় দপ্তর থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলার দুটি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো হলো—

বাঁশখালী উপজেলা

আহ্বায়ক: মো. হেফাজ উদ্দীন চৌধুরী, সদস্য সচিব: মোহাম্মদ দিদারুল আলম। যুগ্ম-আহ্বায়ক: ১. পারভেজ মুজিব ২. মোহাম্মদ ফেরদোস আলম টিটু ৩. মো. আবুল কাশেম ৪. মোহাম্মদ হেলাল উদ্দিন ৫. মোহাম্মদ সেলিম উদ্দীন ৬. মোহাম্মদ জসীম উদ্দীন ৭. মোক্তার আহমদ ৮. মো. আব্দুস সবুর ৯. মো. সিরাজুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


পটিয়া উপজেলা


আহ্বায়ক: মো. ওবায়দুল হক (রিকু), সদস্য সচিব: মো. জাহেদ। যুগ্ম-আহ্বায়ক: ১. মো. আব্দুল কাদের ২. মো. মাসুদ করিম চৌধুরী ৩. মো. আব্দুল আজিজ ৪. মো. ইকবাল হোসেন ৫. মো. মিজানুর রহমান ৬. মো. শফিকুল ইসলাম ৭. মো. ফজলুল হক চৌধুরী রুবেলসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


পটিয়া পৌর

আহ্বায়ক: মীর সাইফুর রহমান, সদস্য সচিব: মো. আব্দুল কাদের। যুগ্ম-আহ্বায়ক: ১. মো. নাছির উদ্দীন ২. মো. ফোরকান বাবু ৩. মো. ওসমান ফারুক (সানি) ৪. মো. মনিরুল ইসলাম ৫. মো. মহি উদ্দীন (রানা) ৬. মো. খসরু আলম কাসেম ৭. মো. জাহাঙ্গীর আলমসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন