টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে বিনম্র শ্রদ্ধা জানান মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দিন এমএ ওয়াদুদ বীর প্রতীক
টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে বিনম্র শ্রদ্ধা জানান মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দিন এমএ ওয়াদুদ বীর প্রতীক
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ায় বিনম্র শ্রদ্ধা জানান রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দিন এমএ ওয়াদুদ বীর প্রতীক।
আরো উপস্থিত ছিলেন শামিমা ওয়াদুদ,সাবেক ছাত্রনেতা রফিকুল আমিন রিজভী, রাশেদুল আমিন রিজভী,পরিবারের সদস্যবৃন্দ যথাক্রমে রাশেদা সুলতানা,আফরজা, সুলতানা, রাফেজা সুলতানা,কোহিনুর আক্তার,আরজুমা বিন্তে জামাল,নুরুল আলম,সাইফুল আযম মিরাজ,সবুজ রহমান,রোহান, আরপি, আহনাফ, ইশফার, মিশাল, রওনাক, আফনান, আয়েশা প্রমুখ।
বঙ্গবন্ধুর শোক বইয়ের শোক বার্তায় মেজর জেনারেল অবঃ আলাউদ্দীন এম এ ওয়াদুদ বীর প্রতীক লিখেন -আমরা উনাকে বিনম্র চিত্তে স্বরণ করছি। হে আল্লাহ উনাকে শহীদের মযাদা এবং জান্নাতুল ফেরদৌস নসিব করিও।
আমি আরও স্বরণ করছি ১৯৭৫ সালের ১৫-ই আগস্টে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, আমার কোর্সমেট বন্ধু লেফটেন্যান্ট শেখ জামাল এবং শেখ রাসেলসহ সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন তাহাদিগকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
সর্বশেষে দেশ ও জাতির প্রতি আল্লাহর রহমত যেন সর্বদা বর্ষিত হয় এই দোয়া কামনা করেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Comments
Post a Comment