অন্যায়ের প্রতিবাদ করা ও ন্যায়ের জন্য সংগ্রাম করাই কারবালার শিক্ষা- লোহাগাড়ায় কারবালা মাহফিলে বক্তারা


অন্যায়ের প্রতিবাদ করা ও ন্যায়ের জন্য সংগ্রাম করাই কারবালার শিক্ষা- লোহাগাড়ায় কারবালা মাহফিলে বক্তারা 

চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পদুয়া ছগিরাপাড়ায় ১৯ ই আগস্ট-২০২২ইং, শুক্রবার, বাদ মাগরিব হতে ঐতিহ্যবাহী হযরত ইমাম হাসান-হোসাইন (রাদ্বিঃ)একতা সংঘের সার্বিক সহযোগিতায় ও আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর রাহ.ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৩য় তম ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল-২০২২  ছগিরাপাড়া জামে মসজিদ সম্পন্ন হয়েছে।

সংঘের সভাপতি মাওলানা বোরহান উদ্দীনের সঞ্চালনায় পবিত্র কুরআন মাজিদ হতে তেলাওয়াত করেন হাফেজ নেজাম উদ্দিন ও নাতে রাসূল পরিবেশন করেন বিশিষ্ট নাত খাঁ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা চট্টগ্রামের শিক্ষার্থী মাওলানা আব্দুর রহমান কাদেরী।


আল্লামা গাজী আব্দুর সবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন, হযরত আল্লামা মুহাম্মদ জসিমুদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে তকরির পেশ করেন- শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক হযরত আল্লামা মুহাম্মদ মিশকাতুল ইসলাম আলকাদেরী।

তকরির পেশ করেন ছগিরাপাড়া জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন হযরত আল্লামা হাফেজ মুহাম্মদ মাহামুদুল হক সাহেব ও হযরত মাওলানা মুহাম্মদ এহসানুল হক কাদেরী। 

এতে হামদ ও নাতে রাসূল (দঃ) পরিবেশন করেন চট্টগ্রামের বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী: শায়ের মাওলানা আব্দুর রহমান কাদেরী। 


একতা সংঘের সভাপতি মাওলানা বোরহান উদ্দীন বলেন- অন্যায়ের প্রতিবাদ করা ও ন্যায়ের জন্য সংগ্রাম করাই কারবালার শিক্ষা। কারবালায় শাহাদত বরণ কারী হযরত ইমাম হোসাইন সহ আহলে বাইতকে প্রিয়নবীর অত্যন্ত ভালোবাসতেন।

তাই আহলে বায়তের প্রতি মুহাব্বত রাখা ঈমানে দাবী। 


মাহফিলে উপস্থিত ছিলেন- একতা সংঘের সভাপতি মাওলানা বোরহান উদ্দীন কাদেরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক ও মাওলানা তাওহীদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা এহেসান উদ্দিন কাদেরী, জেনারেল সেক্রেটারি সাজরিল আওয়াল শিফাইন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুলতান মাহমুদ সাজিদ, অর্থ-সম্পাদক কায়দে আযম সাকিব, পরিকল্পনা-সম্পাদক মুহাম্মদ রাকিব, বাণিজ্য সম্পাদক মামুনুর রশিদ নিশান, দপ্তর-সম্পাদক আবু হুরায়রা শাইয়ুন, মুহাম্মদ রিদওয়ানুল হক, সমাজ কল্যাণ সম্পাদক তাইমুনুর রহমান জিয়াদ, মুহাম্মদ জমির উদ্দীন, ফরহাত হোসেন সাকিব, মুহাম্মদ সাকিব, ওয়াহিদ, আরমান, ফাহিম আলী, সায়নান মাহমুদ সাদ, জুহাইর, সাবিত, জাঈম, আইনান প্রমুখ।


পরিশেষে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ

বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন  আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আল-কাদেরী (মু,জি,আ) এবং সকলের মাঝে তাবারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন