আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২২ সম্পন্ন
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২২ সম্পন্ন
বরুণ কুমার আচার্য্যঃ
গাউসুলআজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় আজ ২০/০৮/২০২২-ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় খাতেমুল আউলিয়া 'গাউসুলআজম মাইজভাণ্ডারী (ক)'র উত্তরাধিকারী পৌত্র সুলতানে সালতানাত ও অছি-এ-গাউসুলআজন মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম, মুর্শিদে বরহক আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)'র দিক নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম, খাগড়াছড়ি, মহাসড়ক হাটহাজারী উপজেলা ধলই 'দরগাহ রাস্তা' সংলগ্ন সোনাইরকুল এলাকায় পরিবেশ সংরক্ষণ সুরক্ষায় 'বৃক্ষ রোপণ' কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক, যুগ্ন সচিব মোঃ নুরুল আলম চৌধুরী, আলহাজ্ব শফিউল আজম চৌধূরী, আলহাজ্ব মাওলানা নুরুল আবছার শরীফ, মোঃ এনামুল হক চৌধুরী সেলিম,মাস্টার আব্দুর রহিম চৌধুরী, আলহাজ্ব আব্দুল লতিফ চৌধুরী, মোহাম্মদ মঈনুল ইসলাম মিন্টু, এস এম আনোয়ার হোসেন, মোঃ সাহিল উদ্দিন, মোহাম্মদ শাহেদ ইকবাল শিবলু, মোঃ সাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দিন সহ জেলা সমন্বয় কমিটি, ধলই দায়রা, সফিনগর দায়রা হাধুরখীল শাখা, কাটিরহাট শাখা, মোহাম্মদপুর দায়রা, ফরহাদাবাদ শাখা, পশ্চিম ফরহাদাবাদ শাখা,ধলই সোনাইরকুল শাখা, এনায়েতপুর শাখা, মির্জাপুর সৈয়দ পাড়া শাখা খাদেমানবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতিতে পরিবেশ সংরক্ষণ সুরক্ষায় ফলজ, বনজ ও ঔষধি ৫০ টি গাছের চারা রোপন করা হয়।

Comments
Post a Comment