ফটিকছড়িতে হাজার হাজার মানুষের ঢলে শুভ জন্মষ্টমী উদযাপিত।


ফটিকছড়িতে হাজার হাজার মানুষের ঢলে শুভ জন্মষ্টমী উদযাপিত।


বাংলাদেশ জন্মষ্টমী ফটিকছড়ি উপজেলার শাখার উদ‍্যাগে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮তম আর্বিভাব তিথিতে যথাযোগ‍্য মর্যদায় ফটিকছড়িতে পালিত হয়েছে। 

১৯ ই আগস্ট রোজ শুক্রবার সকাল ৯ টায় ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে র‍্যালী শুভ উদ্ভোধন হয়।

উক্ত র‍্যালী উদ্ভোধন করেন,শ্রী মৎ  উজ্জ্বল ব্রহ্মাচারী ও শ্রী সিদ্ধ রসিক দাস।

 উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলার আওয়ামী লীগের সহ-সভতি এটি এম পেয়ারুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি, ভাইস চেয়ারম্যান  এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন,  ফটিকছড়ির পৌর সভার জননন্দিত মেয়র আলহাজ্ব মো: ইসমাঈল  ফটিছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী,সাবেক ভাইস চেয়ারম্যান এডভােকেট উত্তম কুমার মহান, ফটিকছড়ি পৌর সভার প‍্যানেল মেমর ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাপ মওলা গোলাপ,৩ নং ওয়ার্ডের কমিশনার মো: হেলাল উদ্দীন, মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম,বাংলাদেশ জন্মষ্টমী পরিষদের সহ সভাপতি মাস্টার মিলন কান্তি নাথ,যুগ্ম-সম্পাদক ধনঞ্জয় নাথ  হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক‍্য পরিষদের সকল নেতৃবৃন্দ,ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ফটিকছড়ি শাখা,ফটিকছড়ি উপজেলা সংসদ,আন্তজার্তিক কৃষ্ণ ভাবামৃত সংঘ,ভূজপুর পূজা পরিষদের সকল নেতৃবৃন্দ,ফটিকছড়ি পৌর সভার পূজা পরিষদের সকল নেতৃবৃন্দ,নাজিরহাট পৌর সভার, পূজা পরিষদের সকল নেতৃবৃন্দ,বৃহত্তর ফটিকছড়ি সকল সনাতনী সম্প্রদায় মঠ,মন্দির পরিচালনা র্পষদের বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠন অংশ গ্রহণ করেন।

এতে আব্দুল্লাহ পুর থেকে বাগান বাজার পর্যন্ত সনাতনী সম্প্রদায়রা ১১০টির ব‍্যানার নিয়ে উক্ত র‍্যালীতে অংশ গ্রহণ করেন।

উক্ত র‍্যালী পরিচালনা করেন, বাবু সুজিত চক্রবর্তী।

সঞ্চালনায় ছিলেন ভূজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি নিংকন চক্রবর্তী  ও জন্মষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ বরুণ কুমার আচার্য‍্য বলাই।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন