কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল'র উদ্যোগে জেলেদের মাঝে চাউল বিতরণ
কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল'র উদ্যোগে জেলেদের মাঝে চাউল বিতরণ
আব্দুল সাত্তার টিটু:
১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কালী মন্দির এলাকায় জেলে পল্লীতে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে /মৎস্যজীবীদের মাঝে ভি, জি, এফ চাউল বিতরণ অনুষ্ঠান দ্বিতীয় কিস্তিতে অনুষ্ঠিত হয়েছে।
২০ আগষ্ট (শনিবার) নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কালীমন্দির এলাকায় জেলে/ মৎস্যজীবীদের ৬২০ টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
চাউল অনুষ্ঠানে মেম্বার মিন্টু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপনা বিভাগের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোঃ ইসমাইল। এ সময় তিনি বলেন,সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকার করলে আমাদের মাছের ঘাটতি কখনোই আসবে না। তিনি মা ইলিশ রক্ষায় জন্য জেলে ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।
এসময় আরো উপস্হিত ছিলেন কলামিস্ট নূরুজ্জামান সান্টু, জেলা মৎস্য কর্মকর্তা বিক্রম জিৎ রায়,রুবেল শর্মা ,মেম্বার তরুণ দাশ,ঝন্টু দাশ, সুজন দাশ, জেলে প্রতিনিধি খেলন দাশ প্রমূখ।

Comments
Post a Comment