Posts

Showing posts from January, 2023

রক্তের বন্ধনে পটিয়া'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মানবিক স্বেচ্ছাসেবী উৎসব পালিত

Image
রক্তের বন্ধনে পটিয়া'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মানবিক স্বেচ্ছাসেবী উৎসব পালিত শনিবার পটিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টার এ "আমার রক্তে বাঁচবে প্রান-স্বেচ্ছায় করি রক্তদান" এই স্লোগানের ধারক ও বাহক পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে পটিয়া'র ২য় বর্ষপূর্তি উপলক্ষে মানবিক  স্বেচ্ছাসেবী উৎসব পালিত হয়। সংগঠনের চেয়ারম্যান লায়ন মোঃআবু ছালেহ এর সভাপতিত্বে ও শোয়াইবুল ইসলাম এবং ফাহিম এর সঞ্চালনায়  মানবিক স্বেচ্ছাসেবী উৎসব এ  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর প্রশাসনিক কর্মকর্তা এম ওমর ফারুক চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস এর প্রশাসনিক ব্যবস্হাপক কে এম আবুল হোসেন।প্রধান বক্তা ছিলেন ভূমি কর্মকর্তা এম শফিউল আজম।বিশেষ বক্তা ছিলেন রক্তের বন্ধনে পটিয়া'র নবনির্বাচিত সভাপতি রিয়াদ মোর্শেদ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তার মধ্যে  করোনা কালীন চিকিৎসা সেবায় ডাঃবিদ্যুৎ বড়ুয়া,স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য শহীদ নায়েব সুবেদার আবদুল লতিফ(মরোনত্তর), বীর মুক্তিযুদ্ধা প্রিয়...