রক্তের বন্ধনে পটিয়া'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মানবিক স্বেচ্ছাসেবী উৎসব পালিত


রক্তের বন্ধনে পটিয়া'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মানবিক স্বেচ্ছাসেবী উৎসব পালিত

শনিবার পটিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টার এ "আমার রক্তে বাঁচবে প্রান-স্বেচ্ছায় করি রক্তদান" এই স্লোগানের ধারক ও বাহক পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে পটিয়া'র ২য় বর্ষপূর্তি উপলক্ষে মানবিক  স্বেচ্ছাসেবী উৎসব পালিত হয়। সংগঠনের চেয়ারম্যান লায়ন মোঃআবু ছালেহ এর সভাপতিত্বে ও শোয়াইবুল ইসলাম এবং ফাহিম এর সঞ্চালনায়  মানবিক স্বেচ্ছাসেবী উৎসব এ  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর প্রশাসনিক কর্মকর্তা এম ওমর ফারুক চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস এর প্রশাসনিক ব্যবস্হাপক কে এম আবুল হোসেন।প্রধান বক্তা ছিলেন ভূমি কর্মকর্তা এম শফিউল আজম।বিশেষ বক্তা ছিলেন রক্তের বন্ধনে পটিয়া'র নবনির্বাচিত সভাপতি রিয়াদ মোর্শেদ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তার মধ্যে  করোনা কালীন চিকিৎসা সেবায় ডাঃবিদ্যুৎ বড়ুয়া,স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য শহীদ নায়েব সুবেদার আবদুল লতিফ(মরোনত্তর), বীর মুক্তিযুদ্ধা প্রিয় রঞ্জন বড়ুয়া, সফল সভাপতি হিসেবে আবুল হাশেম রাব্বু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেছার আহমেদ খান, মনিরুল ইসলাম, ইকবাল আহমেদ, মোঃহানিফ, আসহাব উদ্দীন, সাজ্জাত হোসেন, মোঃফরহাদ প্রমুখ। অতিথিরা বলেন এটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন। বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। সেখানে রক্তের বন্ধনে পটিয়া'র মত স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান সহ নানা কর্মসূচির সাথে সাথে সামাজিক কাজেও যুক্ত হচ্ছে।

অতিথিরা বলেন স্বার্থ ছাড়া কাজ একমাত্র স্বেচ্ছাসেবীরাই করেন। তাদের কারনেই আজকে রক্তের অভাবে মৃত্যুর হার ০℅এ নেমে এসেছে।যে কোন মুহুর্তে তারাই মুমূর্ষু রোগির জন্য রক্ত নিয়ে ছুটে যাচ্ছে।এরকম স্বেচ্ছাসেবী মিলনমেলার প্রয়োজনীয়তা ব্যাখ্য করেন।এর আগে রক্তের বন্ধনে পটিয়া মেধা বৃত্তি পরিক্ষা ২০২২ এর ট্যালেন্টপুল ১১জন ও সাধারণ গ্রেড ২৪ জন মোট ৩৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও নগদ টাকা পুরষ্কার হিসেবে দেওয়া হয়।অনুষ্ঠানের আহবায়ক মহিউদ্দিন সজিব এর পরিচালনায় অনুষ্ঠানে ৫৫টি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন কে আমন্ত্রণ জানানো হয়। এর আগে অতিথি আসন গ্রহন, অতিথি বরন,বর্ষপূর্তি কেক কাটা, অভিষেক অনুষ্টান, ২বছরের কার্যকলাপ ডিসপ্লের মাধ্যমে    দেখানো সহ নানা কর্মসূচির মাধ্যমে ২য় বর্ষপূর্তি উপলক্ষে মানবিক স্বেচ্ছাসেবী উৎসব পালিত হয়। সব আনুষ্ঠানিকতা শেষে সভাপতির বক্তব্য রক্তের বন্ধনে পটিয়াকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনার মধ্যে দিয়ে বিশাল কর্মযজ্ঞ শেষ হয়।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন