ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শ্রদ্ধাঞ্জলি প্রদান



ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শ্রদ্ধাঞ্জলি প্রদান

পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম নগরীর মিনিসিপাল স্কুল শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

বুধবার ২১ ফেব্রুয়ারি সকাল ৯ ঘটিকায় শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটি, মহানগর কমিটি ও থানা কমিটি সকল নেতৃবৃন্দ প্রমুখ। 

শ্রদ্ধাজ্ঞলি জানানোর শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক দয়াল সামন্ত বলেন, ‘অমর একুশের চেতনাকে ধারণ করে বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত হোক, বৈষম্যহীন বর্ণিল পৃথিবী গড়ে উঠুক- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এটাই আমার প্রত্যাশা।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন