বৃহত্তর চট্টগ্রামে আগামীকাল সকাল ৬ টা থেকে ৪৮ ঘন্টা গণপরিবহন ধর্মঘট আহ্বান



বৃহত্তর চট্টগ্রামে আগামীকাল সকাল ৬ টা থেকে  ৪৮ ঘন্টা গণপরিবহন ধর্মঘট আহ্বান 

বিনা মামলায় যখন তখন সড়ক পরিবহনে কর্মরত লাইনম্যান, শৃংখলা কমর্ী, শ্রমিক নেতাদের গ্রেপ্তার ও মালিক সমিতির নেতৃবৃন্দদের মামলায় অভিযুক্ত করে হয়রানী বন্ধ করা, আটক শ্রমিক নেতা মো: শফির মুক্তির দাবী, চুয়েটে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সড়কে নৈরাজ্য বন্ধ, জিম্মায় থাকা গাড়ী সহ ৩টি গাড়ী রাস্তার উপর এনে পুড়িয়ে ফেলে আতঙ্ক সৃষ্টি ও গাড়ী চলাচল বন্ধ রাখার জন্য সড়ক অবরোধ কারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্থ গাড়ীর ক্ষতি পূরণ প্রদান, সড়ক মহাসড়কে চলাচলরত নিষিদ্ধ অবৈধ গাড়ী বন্ধ করা, সড়ক দূর্ঘটনা পরবতর্ী প্রভাবশালী ব্যক্তিদের স্থানীয় প্রভাবে পরিবহন শ্রমিক ও গাড়ী আটক করে হয়রানী, নির্যাতন এবং আইনের প্রতি তোয়াক্কা না করে গাড়ী আটক করে টাকা আদায় বন্ধ সহ সড়কে যানমালের নিরাপত্তার দাবীতে ২৮/০৪/২০২৪ ইং সকাল ৬টা থেকে বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় ৪৮ ঘন্টা গণপরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। ২৭ এপ্রিল শনিবার বেলা ১১টায় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক সভা সংগঠনের ষ্টেশন রোডস্থ বিআরটিসি মার্কেট কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জনাব মঞ্জুরুল আলম মঞ্জু- সদস্য সচিব মোহাম্মদ মুছার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব কফিল উদ্দিন আহমদ, মৃণাল চৌধুরী, মোরশেদুল আলম কাদেরী, মোহাং মহিউদ্দিন চৌধুরী, মোহাং আহসান উল্লাহ হাসান, নুরুল আবচার, নুরুল ইসলাম, জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), আবুল কাসেম, মো: শাহ আলম চৌধুরী, মোহাম্মদ শাহা জাহান, মো: শওকত আলী, আবুল কালাম আবু, জহিরুল ইসলাম, অলি আহমদ, মনছুর আলম, ফারুক খান, জাফর আলম প্রমুখ নেতৃবৃন্দ। 





                            

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন