এপেক্স ক্লাব অব বান্দরবান এর সহযোগীতায়"শীতকালীন ফুটবল টুর্নামেন্ট" এর শুভ উদ্বোধন
এপেক্স ক্লাব অব বান্দরবান এর সহযোগীতায়"শীতকালীন ফুটবল টুর্নামেন্ট" এর শুভ উদ্বোধন
এপেক্স ক্লাব অব বান্দরবান এর সহযোগীতায় বান্দরবন সদরে মঙ্গলবার (১৭ ডিসেম্বর)"শীতকালীন ফুটবল টুর্নামেন্ট" এর শুভ উদ্বোধন করা হয়েছে । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মো: নুরুল আমীন চৌধুরী আরমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান কামাল পাশা পিডিজি-৩ এপেক্স বাংলাদেশ,আরো উপস্থিত ছিলেন এপেক্সিয়ান লুসাইমং।সভাপতিত্ব করেন পুলু মং মারমা।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একমাত্র ক্রীড়াই পারে যুব সমাজ কে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে যুব সমাজ সকল অসামাজিক কাজ থেকে দূরে সরে থাকতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে একমাত্র যুব সমাজ পারে একটি সুস্থ সমাজ গঠন করতে। তাই যুব সমাজ কে এগিয়ে আসার আহ্ববান জানান যাতে অপশক্তিরা আর সমাজের মানুষের ক্ষতি করতে না পারে।মোট ৩৬ টি দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। শেষে ফানুস উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি।

Comments
Post a Comment