সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটির চট্টগ্রাম কমিটি গঠন
সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটির চট্টগ্রাম কমিটি গঠন
সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটি (এসআরবিএস)'র ১৫ সদস্যের চট্টগ্রাম জেলা কমিটি গঠন করেছে। এতে আবদুল্লাহ মজুমদারকে সভাপতি ও মির্জা ইমতিয়াজ শাওনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
গতকাল কাজির দেউরি এপোলো মার্কেটের ৩য় তলায় সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ও কেন্দ্রীয় কমিটি মুখপাত্র ফিরোজ চাষীর উপস্থিতিতে কমিটি গঠন পক্রিয়া সম্পন্ন হয়। ২০০৯ সাল থেকে দেশের আনাচে-কানাচে নদীকে নিয়ে কাজ করা এ সংগঠনটির কমিটিতে আরো রয়েছেন রয়েছেন আ ফ ম বোরহান, মো. সাজ্জাদ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, মোসলেহ উদ্দিন খান জুয়েল, জাহেদ কায়সার , সৈকত বড়ুয়া অন্তু, মো. শাহজালাল, মোহাং তানবীর উদ্দিন, সেলিমুজ্জমান মজুমদার, দেওয়ান লিটা,
অ্যাডভোকেট জেসমিন আকতার, আমির হোসেন আতিক, মো. ইমরান ।

Comments
Post a Comment