Posts

Showing posts from January, 2025

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

Image
  নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক। আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ। আমরা বিগত করোনা মহামারী পরিস্থিতি থেকেই আমরা এবং আমাদের বাচ্চারা লেখাপড়া নিয়ে বিভিন্নভাবে হয়রানীর স্বীকার। প্রথমে প্রায় ২ বছর স্কুল বন্ধ থাকার পর স্কুল শুরু হলে তারা ১ বছর ১ কারিকুলামে পড়াশোনা করে, এরপরে কারিকুলাম পরিবর্তন হয়ে আবার সেই নতুন কারিকুলামে আবার ২ বছর পড়ালেখা করে উল্লেখ্য যে এই নতুন কারিকুলামের ব্যাপারে ৯০% শিক্ষকই সঠিকভাবে অবহিত ছিলো না। তারপর ২০২৪ যা আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা ভয়াবহ সময় যেখানে সারা বছর মিলিয়ে মাত্র ৪৬ দিন স্কুল কার্যক্রম চলে। যা ছাত্রছাত্রীদের জন্য সত্যি মর্মান্তিক কিন্তু এর মাঝেও বছরের শেষে মাত্র ২ মাস বাকি থাকতে  আবার কারিকুলাম বদলে দেওয়া হয়। এতে করে মাত্র ২২/২৩ দিন ক্লাস করার পরে তারা ১০০ নাম্বারের বার্ষিক পরীক্ষায় বসে। আমাদের ছাত্রছাত্রীরা এদেশের শিক্ষা ব্যাবস্থায় সত্যি গিনিপিগ হিসাবেই ব্যাবহৃত হচ্ছে। এখন ফলাফল ভোগ করতে হচ্ছে এই ছাত্রছাত্রীদের। ছা...

হাবিলাস দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯২ ব্যাচের পূর্ণমিলনী প্রস্তুতি সভা ও আহ্বায়ক কমিটি গঠন

Image
  হাবিলাস দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯২ ব্যাচের পূর্ণমিলনী প্রস্তুতি সভা  ও আহ্বায়ক কমিটি গঠন  প্রেস বিজ্ঞপ্তিঃ দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল শৈশবের বন্ধুদের নিয়ে প্রানের বিদ্যালয়ের ৯২ ব্যাচের একটি পূর্ণমিলনী অনুষ্ঠান করার জন্য, সেই প্রচেষ্টা সফলের জন্য আজ ১০ জানুয়ারি রোজ শুক্রবার বন্ধু আয়কর আইনজীবী অরবিন্দু চৌধুরীর হাবিলাসদ্বীপ গ্রামের বাসভবনে প্রানবন্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সবর্সম্মতিক্রমে অরবিন্দু চৌধুরী কে আহবায়ক, যুগ্ম আহবায়ক যথাক্রমে এ,এস,এম মহিউদ্দিন, শেখ আহমদ, তিমির ধর, বেলাল হোসেন, কামাল উদ্দিন ও মাস্টার মোহাম্মদ সেলিম কে সদস্য সচিব এবং ডাঃ আলম মুহাম্মদ শরীফ মিঠু কে ১ নম্বর সদস্য করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি উদযাপন পরিষদ গঠন করা হয়। আলোচনায় বক্তারা বলেন সবার সহযোগিতায় একটি সফল পূনর্মিলনী অনুষ্ঠান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বন্ধুদের এই আলোচনা সভায় সভাপতিত্বে ছিলেন আয়কর আইনজীবী অরবিন্দু চৌধুরী, মতবিনিময় করেন, এ,এস,এম মহিউদ্দিন, কে,এম, শাহজাহান, শওকত আলী, ইদ্রিস খান কফিল, মাস্টার মোহাম্মদ সেলিম, নজরুল ইসলাম, অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস, শেখ আহমদ, বেলাল হোসেন, জাহাঙ...

শিশু আহাদ হত্যকান্ডের বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

Image
শিশু আহাদ হত্যকান্ডের বিচারের দাবিতে  চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কক্সবাজার খুরুশকুল মনুপাড়া সদর নিবাসী, কক্সবাজার জেলা প্রশাসকের কর্মচারী, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও এস.এস.সি-৯৪ ব্যাচের বন্ধু মো: আনোয়ারুল হকের সন্তান ৭ বছর বয়সী মাদ্রাসা পড়–য়া ছাত্র আল মুহাম্মদ হক আহাদ গত ০৭ জানুয়ারি দুষ্কৃতকারী কর্তৃক নৃশংস হত্যার শিকার হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এস.এস.সি ৯৪ ব্যাচ চট্টগ্রামের বন্ধুদের উদ্যোগে আজ ৯ জানুয়ারি বিকেল ৪ টায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক ৯৪-ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন। এ সময় জাহিদ তানসির ও আবুল মনসুর রুমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মঈনুদ্দিন রাশেদ, আহিল সিরাজ, মীর রাসেল, মহিউদ্দিন ফারুক, নঈম মাহমুদ, কাজী আরফান, ফরহাদ গণি নয়ন, মাহমুদ বিন সামাদ, মাসুদ পারভেজ, আবু নাঈম, মাহমুদুল করিম, ইসকান্দর হোসেন শিপলু, শামসুল হায়দার তুষার, জোবাইদুন নাহার ঝুমুর, জালাল উদ্দিন রুমি, আহমেদ রঞ্জু, আমান উল্লাহ আমান, রাশেদ চৌধুরী, জয়দ্বীপ চৌধুরী রনি, কাজী কাদের, ত...