চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে নান্দনিক চট্টলার বর্ষা বরণ উৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন ।



চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে নান্দনিক চট্টলার বর্ষা বরণ উৎসব  ও  গুনীজন  সংবর্ধনা  অনুষ্ঠান  সম্পন্ন ।


গতকাল ৩  রা জুন ২০২৫ রোজ মঙ্গলবার সন্ধ্যে ৭ টায় চট্টগ্রাম    জেলা   শিল্পকলা  একাডেমি   অডিটোরিয়াম মিলনায়তনে  নান্দনিক  চট্টলার  সভাপতি  লায়ন   ডাঃ ইসমত আরা  বেগমের  সভাপতিত্বে  নান্দনিক   চট্টলার উপদেষ্ঠা মোহাম্মদ মাহবুবুর রহমান সাগর ও  নান্দনিক চট্টলার প্রতিষ্ঠাতা সাংবাদিক, সংগঠক  ইলিয়াছ  রিপন  সঞ্চালনায়   উদ্বোধক  হিসেবে  বক্তব্য   রাখেন  চট্টগ্রাম মহানগর  বিএনপির  যুগ্ম  আহ্বায়ক  নিয়াজ মোহাম্মদ খান। 

শুভেচ্ছা   বক্তব্য  রাখেন  শিল্পকলা  একাডেমির  জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ খান।এতে প্রধান   আলোচক   ছিলেন   রেড   ক্রিসেন্ট   সোসাইটি চট্টগ্রাম  জেলা   ইউনিটের  ভাইস  প্রেসিডেন্ট  মনিরুল ইসলাম ইউসুফ।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ এর সাবেক অধ্যক্ষ আবুল হোসেন ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন  কেন্দ্রীয়  সভাপতি  সৈয়দ  কুদরত-  খোদা তোতন, নান্দনিক চট্টলার উপদেষ্টা মোঃ জসিম  উদ্দীন চৌধুরী,প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবুতাহের চৌধুরী,উপদেষ্টা লায়ন মোহাম্মদ আরজুখান,উপদেষ্টা লায়ন মুছা  বাবলু উপদেষ্টা সেলিনা মাহবুব, উপদেষ্টা লেখক ও সাংবাদিক মোহাম্মদ কামরুল  ইসলাম, নান্দনিক চট্টলার  সাধারন সম্পাদক জুম বৃষ্টি, প্রধান সমন্বয়কারী  তানজিন নিপা। 

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক  মোঃ কামাল উদ্দিন,লায়ন্স জেলা রিজিওন  চেয়ারপার্সন লায়ন  এম এ মান্নান   এমজেএফ,  হেল্পলেস  স্মাইল ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী,গীতিকার আবদুল হাকিম,  মিরসরাই   এসোসিয়েশন   চট্টগ্রামের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁইয়া, আরাফাত  রহমান কোকো   স্মৃতি   সংসদের  কেন্দ্রীয়  সাধারণ  সম্পাদক শফিকুল ইসলাম রাহি, বিজয় ৭১ এর প্রতিষ্ঠাতা লায়ন ডাঃ আরকে  রুবেল, চট্টগ্রাম  কাষ্টমস  এজেন্ট   এসোঃ  নির্বাহী সদস্য   ও   সামীর  এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ  মেজবাহ  উদ্দিন,  ব্যবসায়ী  ও সমাজসেবক  শাহ মোঃ ইকবাল  বাহার, ত্রিতরঙ্গ’র প্রতিষ্ঠাতা  শাওন পান্থ, জাসাস চট্টগ্রাম মহানগর সহসভাপতি দোস্ত  মোহাম্মদ।

এতে আরো উপস্থিত  ছিলেন প্রাবন্ধিক ও  লেখক নেছার  আহমেদ খান,    চাটগাইয়া   নওজোয়ানের   সাধারণ   সম্পাদক রকিবুল  ইসলাম  সোহেল, এসডিজি  ইয়ুথ   ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার,   সংগঠক ও   ব্যবসায়ী সহিদুল হক চৌধুরী, যুব  নারী উন্নয়ন সংস্থার সভাপতি আফরোজা   সুলতানা   পূর্ণিমা, শেখ   ইমরান    উদ্দিন, মাহতাব উদ্দিন, বসখানার পরিচালক  খালেদা  চৌধুরী, নারী উদ্যোক্তা নিশি  চৌধুরী, মীম চৌধূরী ও  চিত্রাংকন পরিচালনা চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুর রহমান, মহা সচিব মোঃ আফজাল খান,প্রধান সমন্বয়কারী ফারহানা যুথী সহ প্রমুখ।

 নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্যম একাডেমির পরিচালক সোমা বোস ওচারুতা নিত্যকলা একাডেমির পরিচালক ফজলে   আমিন  শাওন। সংগীত  পরিবেশনে  তাসনিম জারিন ইসমি,  প্রিয়া  ভৌমিক, ইকবাল  পিন্টু, আহমেদ নুর মাসুদ,মৌ,চৌধুরী, ফ্লোরা, পিংকি  সোলজার, সাথী, দিদার,এ   আর  বাবলু,  বাউল  মোজাহের, আফরোজা বেগম জলি, মেঘলা, নাহিদ সহ প্রমুখ। এতে অনেক কে গুনীজন সংবর্ধনা দেয়া হয়।শিল্পকলা একাডেমিও শিশু একাডেমির      শিক্ষার্থীদের    অংশগ্রহনে      চিত্রাংকন প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান ও  তারকা কণ্ঠশিল্পীর  গানের পরিবেশনায় পুরো আয়োজন মুখরিত ছিল।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন