‘ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে আমাদের করনীয়’’ শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা ক্ষতিকারক পলিথিন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে



‘‘ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে আমাদের করনীয়’’ 

শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা

ক্ষতিকারক পলিথিন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে 


সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাতকরন বন্ধে আমাদের করনীয় শীর্ষক গোল টেবিল বৈঠক আজ ২৮ জুন শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হল রুমে দৈনিক আমার দেশ চট্টগ্রাম এর ব্যুরো চীফ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। সাংবাদিক আবছার উদ্দিন অলি ও পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ এর সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ সংগীতজ্ঞ বেগম রোকেয়া প্রদকপ্রাপ্ত প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সিআরএস টিভির চেয়ারম্যান মোঃ সেলিম নুর, পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা শাহজাদা মোঃ সামসুজ্জামান, চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন’র সভাপতি মোহাম্মদ এনামুল হক, সামাজিক উন্নয়ন সংস্থা সুভা’র চীপ কো—অডিনেটর রিতু পারভীন, সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ, সাংবাদিক কামাল পারভেজ, সাংবাদিক মুজিব  উল্লাহ তুষার, সালমা বেগম, মোরশেদ আলম, জিন্নাত আলী, মোঃ শাহ আলম, এমডি এইচ রাজু প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ দূষনে পলিথিন এখন ক্যান্সারে পরিনত হয়েছে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পরিবেশে  দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। পলিথিনের সহজ প্রাপ্যতা অত্যাধিক ব্যবহারের ফলে জনজীবন ও পরিবেশের উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে। পলিথিন ও প্লাস্টিক নিমূল করতে হলে জনসাধারণকে সচেতন হতে হবে পাশাপাশি  সরকারকে  এ বিষয়ে জোরালো ভূমিকা গ্রহণ করতে হবে। শিক্ষামূলক প্রচারণা এবং সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। ক্ষতিকারক পলিথিন বন্ধে জেল, জরিমানা সহ প্রতিনিয়ত বাজার মনিটরিং জোরদার করতে হবে। সরকারের সাথে সাথে ব্যাক্তিগত ও সামাজিক ভাবে আন্দোলন  গড়ে তুলতে হবে।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন