বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের নিয়ে আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক'র ‘তারুণ্যের উৎসব-২০২৫' উদযাপন।
বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের নিয়ে আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক'র ‘তারুণ্যের উৎসব-২০২৫' উদযাপন।
তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং তরুণদের দেশের সম্ভাবনাময় সম্পদ হিসেবে গড়ে তুলতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে 'তারুণ্যের উৎসব ২০২৫'। ১৪ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১.৩০ টায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, বান্দরবান শাখার আয়োজনে বান্দরবান বিশ্ববিদ্যালয় কনফারেন্স হল এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বান্দরবান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মইনুদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান বিশ্ববিদ্যালয় রেজিস্টারার ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টারার টিএএম ওমর ফারুক রুবেল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিলুর রহমান, সিং চি প্রূ সুকি, মোহাম্মদ ওয়াহিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম, শিক্ষক মোঃ সোহারাব হোসেন, উম্মে সীমা শাহতাজ, মোঃ আমির শাহাদাত। সভা পরিচালনা করেন ব্যাংকের ম্যানেজার অপারেশন সৈয়দ মিয়া হাসান।সভায় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আলী, মিল্কা ত্রিপুরা, জোবাইদা সুলতানা, হাই নো প্রু মারমা, ম্যাচিং নো মারমা, ইউ মে শিং, বিপ্লব ত্রিপুরা, সাদিয়া সুলতানা, সেবাতী ত্রিপুরা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ সোহাগ উদ্দিন, মোহাম্মদ রিদুয়ানুল হক, আব্দুল্লাহ আল মুকিদ, আনুশিং মারমা, পপি নো মারমা প্রমুখ । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,'বর্তমান প্রজন্মের তরুণদের মধ্যে আর্থিক স্বাক্ষরতা বাড়ানো এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সচেতনতা ও উদ্যোক্তা সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।কারণ আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে আজকের তরুণ সমাজ। অনুষ্ঠানে আর্থিক খাতের সেবাসমূহ (ব্যাংকিং প্রোডাক্ট), ডিজিটাল আর্থিক সেবা. ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এই উৎসব নতুন প্রজন্মকে উৎসাহিত করতে ও দেশের অগ্রযাত্রায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।

Comments
Post a Comment