পটিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হবে অক্টোবরের মাঝামাঝি



পটিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হবে অক্টোবরের মাঝামাঝি

জাহাঙ্গীর আলম চৌধুরী 

সিনিয়র স্টাফ রিপোর্টার:

অতি অল্প সময়ের মধ্যে হাটি হাটি পা পা করে দক্ষিণ চট্টগ্রামে সুনাম অর্জন করেছে "ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ"। ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আগামী অক্টোবরের মাঝামাঝি তৃতীয়বারের মতো দ্বিতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অডিশন জাঁকজমক ভাবে আরম্ভ হবে।এ নিয়ে ১৭ অক্টোবর (বুধবার)সন্ধ্যায় পটিয়ায় ফ্যামিলি কিচেন রেস্টুরেন্টে এক আলোচনা ও প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ'র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আকতার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন মেম্বার বাদল, মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা মহিউদ্দিন, বিশিষ্ট সংগঠক ও উদ্যোক্তা শাহেদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সালাউদ্দিন, মো. আলমগীর, মো. আব্দুল মান্নান, মো.হেলাল উদ্দিন, মো. মিজানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন কুরঅান তিলাওয়াত করা ঈমান বৃদ্ধি করে,আত্মিক ও শারীরিক রোগ থেকে মুক্তি দেয়, এবং মানসিক শান্তি এনে দেয়।এটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ আল্লাহ তা'য়ালা নিজে কুরআন তিলাওয়াত করতে নির্দেশ দিয়েছেন এবং তিলাওয়াত কারীর জন্য রয়েছে অশেষ সওয়াব ও ফজিলত। হিফজুল কুরআন প্রতিযোগিতাটি প্রতিবছরের ন্যায় সুন্দর ও সুষ্ঠু এবং সুশৃংখলভাবে করার জন্য সবার দোয়া কামনা করছেন । এরকম মহৎ কাজ আয়োজন করলে দুনিয়া এবং আখিরাত নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন